AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2025 Skoda Kodiaq: দিন শেষ Toyota Fortuner-এর! এবার বাজার কাঁপাতে ময়দানে নামল Skoda

2025 Skoda Kodiaq: জানা গিয়েছে, চলতি বছরেই Skoda Kodiaq SUV ভারতের বাজারে নামাতে চলেছে এই বিদেশি অটোমোবাইল সংস্থা। দামও প্রায় হতে চলেছে টোয়োটার মতোই। কিন্তু সংস্থার দাবি, তাদের তুলনায় ভরে ভরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই নতুন গাড়িতে।

2025 Skoda Kodiaq: দিন শেষ Toyota Fortuner-এর! এবার বাজার কাঁপাতে ময়দানে নামল Skoda
Image Credit: Skoda
| Updated on: Apr 17, 2025 | 2:48 PM
Share

নয়াদিল্লি: ৪০ লাখি গাড়ির কথা উঠলেই সবার প্রথমে আসে টোয়োটা ফর্চুনারের (Toyota Fortuner) কথা। বলা হয়, এই সেগমেন্টে নাকি এটাই ‘বেস্ট’। কিন্তু সেই ‘সেরা’ থাকার তালিকায় এবার পড়তে চলেছে তারা। কারণ, নিজেদের ব্রহ্মাস্ত্র তৈরি করে ফেলেছে Skoda। চলতি বছরেই গ্রাহকদের জন্য বাজারে আনতে চলছে ফর্চুনারের প্রতিদ্বন্দ্বীকে। যা পরপর গোল দিতে পারবে Toyota-কে, মত ওয়াকিবহাল মহলের।

জানা গিয়েছে, চলতি বছরেই Skoda Kodiaq SUV ভারতের বাজারে নামাতে চলেছে এই বিদেশি অটোমোবাইল সংস্থা। দামও প্রায় হতে চলেছে টোয়োটার মতোই। কিন্তু সংস্থার দাবি, তাদের তুলনায় ভরে ভরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই নতুন গাড়িতে।

ঝাঁ চকেচকে গাড়ি

LED হেডল্য়াম্প, ১৪ ইঞ্চির অ্যালয় হুইল, সি-আকৃতির LED টেইল লাইট সব মিলিয়ে এই গাড়িতে অভাব নেই কিছুরই। সংস্থা সূত্রে জানা গিয়েছে, গাড়ির মোট দৈর্ঘ্য ১৫ ফুট ৭ ইঞ্চি। গোটার গাড়ির বাইরের লুককে অত্য়ন্ত প্রিমিয়াম করার জন্য ব্যবহার হয়েছে বিশেষ ডিজাইন পদ্ধতি।

তবে বাইরে যতটা চকচকে, ভিতরে কিন্তু ততটা অপূর্ব এই নতুন SUVটি। অভ্যন্তরীণ আলো, কারপ্লে, ব্লটুথ, স্বয়ংক্রিয় ম্য়াসাজ ব্যবস্থা, সবই রয়েছে এই গাড়ির ভিতরে। এক কথা ভ্রাম্যমাণ বাড়ি এটি। সঙ্গে নিরাপত্তা তো একেবারে নিদারুণ। ৯টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, অ্যান্টি ব্রেকিং সিস্টেম-সহ গাড়ি ও ভিতরে বসে থাকা যাত্রীর নিরাপত্তায় কোনও ছাড় রাখেনি সংস্থা। সঙ্গে লঙ ড্রাইভের জন্য রয়েছে ২০১ বিএইচপি শক্তি এবং ৩২০ এনএম টর্ক সম্পন্ন ইঞ্জিন ও ৭ স্পিডের গিয়ার।

কিন্তু দাম কত হবে এই গাড়ির? জানা গিয়েছে, এক্স শোরুম ৪৬ লক্ষ টাকা এবং ভারতে অন রোড নামাতে এই গ্রাহককে ব্যয় করতে হবে ৪৮ লক্ষ ৬৯ হাজার টাকা।