AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest Stock in Indian Market: ভারতের সবচেয়ে সস্তা ৫ স্টক, কিনলেই মালামাল হবেন আপনি!

Cheapest P/E Ratio: বাজারের এখন যা অবস্থা, অর্থাৎ যখন হুড়মুড়িয়ে পড়ছে বিভিন্ন শেয়ারের দাম, তখন যে সব শেয়ারের পি/ই রেসিও অনেক কমে গিয়েছে, সেদিকে নজর দেওয়া যেতেই পারে।

Cheapest Stock in Indian Market: ভারতের সবচেয়ে সস্তা ৫ স্টক, কিনলেই মালামাল হবেন আপনি!
| Updated on: Feb 25, 2025 | 9:24 AM
Share

ভারতের বাজার এখন একটা কারেকশন চলছে। বিনিয়োগকারীরা বিভিন্নভাবে পরিমাপ করছেন কোন স্টক এখন সস্তা। আর মাপার ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত একক হল প্রাইস টু আর্নিং রেসিও বা P/E Ratio। কোনও সংস্থা শেয়ার প্রতি কত আয় করে তা দিয়ে ওই সংস্থার শেয়ারের দামকে ভাগ করলে পাওয়া যায় P/E রেসিও।

কোনও সংস্থার পি/ই কম হওয়ার অর্থ সেই সংস্থার শেয়ার অনেক কম দামে বাজারে পাওয়া যাচ্ছে। আর পি/ই রেসিও ১-এর কম হওয়া মানে তো সোনায় সোহাগা। কোনও সংস্থার কম পি/ই সেই সংস্থার বৃদ্ধি, লাভ করার সম্ভাবনা ও শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগের বাস্তব চিত্রটা সামনে নিয়ে চলে আসে। আবার উল্টোদিকে যদি পি/ই বেশি হয় সেক্ষেত্রে সেই শেয়ারকে অনেক বেশি দামি বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

বাজারের এখন যা অবস্থা, অর্থাৎ যখন হুড়মুড়িয়ে পড়ছে বিভিন্ন শেয়ারের দাম, তখন যে সব শেয়ারের পি/ই রেসিও অনেক কমে গিয়েছে, সেদিকে নজর দেওয়া যেতেই পারে। তবে বিশেষজ্ঞরা এও সতর্ক করেন যে পি/ই কম হলেই যে সেই স্টক ভাল হবে এমনটাও নয়।

যে সব সংস্থার পি/ই শূন্যের থেকে বেশি ও যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০০০ কোটি টাকার বেশি ২৪ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী তাদের যদি কম পি/ই থেকে সাজানো যায় প্রথম ৫টি সংস্থা হয়, অশোকা বিল্ডকন, জিই শিপিং, কেএনআর কন্সট্রাকশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও এলআইসি হাউসিং ফাইন্যান্স।

অশোকা বিল্ডকন

এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ৫ হাজার ৪৯৭ কোটি টাকা। পি/ই রেসিও ৩.৬৪। অন্যদিকে এই সংস্থা যে ইন্ডাস্ট্রিতে রয়েছে সেই ইন্ডাস্ট্রির গড় পি/ই ২৬.৯৮। শেষ ত্রৈমাসিকে এই সংস্থার আয় যেমন বেড়েছে, তেমনই বেড়েছে সংস্থার লাভও।

জিই শিপিং

শেষ ত্রৈমাসিকে সামান্য বেড়েছে জিই শিপিংয়ের লভ্যাংশও। এখন এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ১২ হাজার ৯০৩ কোটি টাকা। সংস্থার পি/ই রেসিও কম হলেও এই সংস্থা যে সেক্টরে কাজ করে, সেই সেক্টরের গড় পি/ই-ও ৬.৩৭।

কেএনআর কন্সট্রাকশন

কন্সট্রাকশন সেক্টরের আরও একটা সংস্থা এই কেএনআর কন্সট্রাকশন। এই সেক্টরের গড় পি/ই ২৬.৯৮। আর এই সংস্থার পি/ই সেখানে মাত্র ৫.৪০। আর সংস্থার মার্কেট ক্যাপ ৬ হাজার ৫৭১ কোটি টাকা।

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন

১ লক্ষ ২৮ হাজার ৭৮৬ কোটির মার্কেট ক্যাপ নিয়ে পাওয়ার ফাইন্যান্স কর্প এই তালিকার বাকি ৪ সংস্থার থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে। এই সংস্থার পি/ই রেসিও ৫.৭৮। আর এই সংস্থা যে সেক্টরে রয়েছে সেই ফাইন্যান্স সেক্টরের গড় পি/ই ১৭.৭৩।

এলআইসি হাউসিং ফাইন্যান্স

ফাইন্যান্স সেক্টরের আর এক সংস্থা এলআইসি হাউসিং ফাইন্যান্স। তাদের পি/ই রেসিও ৫.৮১। আর মার্কেট ক্যাপ ২৯ হাজার ৯০১ কোটি টাকা।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।