Share Market News: ৭০৬ পয়েন্ট বাড়ল এই স্মলক্যাপ ইনডেক্স, পুনে মেট্রোর বরাত পেয়ে বরাত খুলল এই সংস্থারও!
Nifty and Sensex: আজ ৪২ পয়েন্ট পড়ে ২৩ হাজার ৬৯৬-তে দাঁড়াল নিফটি ফিফটি। একই ভাবে ৩১২ পয়েন্ট পড়ে ৭৮ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়াল সেনসেক্স। যদিও আজ কিছুটা হলেও উঠেছে নিফটি ব্যাঙ্ক ও নিফটি আইটির সূচক। প্রায় ৭০৬ পয়েন্ট বেড়েছে বিএসই এস অ্যান্ড পি স্মলক্যাপ সূচক।

আজ ৫ ফেব্রুয়ারি। সকাল থেকে ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়ে ৪২ পয়েন্ট পড়ে ২৩ হাজার ৬৯৬-তে দাঁড়াল নিফটি ফিফটি। একই ভাবে ৩১২ পয়েন্ট পড়ে ৭৮ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়াল সেনসেক্স। যদিও আজ কিছুটা হলেও উঠেছে নিফটি ব্যাঙ্ক ও নিফটি আইটির সূচক। প্রায় ৭০৬ পয়েন্ট বেড়েছে বিএসই এস অ্যান্ড পি স্মলক্যাপ সূচক। আজ আপার সার্কিট ছুঁয়েছিল এমটিএনএল। দিনের শেষে ১৭.৩০ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। পুনে মেট্রো লাইন ৩-এর ২৩টি স্টেশনের স্বয়ংক্রিয় টিকিট কালেকশন সিস্টেম তৈরি ও ইনস্টলের বরাত পাওয়ার পর আইটি সংস্থা ডেটাম্যাটিকসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। অন্যদিকে আজ বিশাল মেগামার্ট ও গোদরেজ প্রপার্টিস লিমিটেডের শেয়ারের দাম পড়েছে।
আজ বাড়ল যারা:
আজ সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে ভেনাস রেমেডিসের শেয়ারের দাম। এ ছাড়াও কানপুর প্লাস্টিপ্যাক ও ইকোস মোবিলিটি অ্যান্ড হস্পিটালিটির শেয়ারের দামও বেড়েছে ২০ শতাংশ করে। এ ছাড়াও দাম বেড়েছে এমটিএনএল ও সেনট্রাম ক্যাপিটালের।
আজ পড়ল যারা:
আজ পড়েছে আর্তেমিস মেডিকেয়ার, সিম্ফনি লিমিটেড, স্টার্লিং টুলস, জিপিটি ইনফ্রাপ্রোজেক্টস ও সিরমা এসজিএস টেকনোলজির শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ডিভিডেন্ড দিল শ্রী সিমেন্টস। শেয়ার প্রতি ৫০ টাকা ডিভিডেন্ড দিল তারা।
- শেয়ার প্রতি ৬ টাকা ডিভিডেন্ড দিল করমন্ডল ইন্টারন্যাশনাল।
- শেয়ার প্রতি ৬ টাকা ডিভিডেন্ড দিল ডক্টর লাল প্যাথ ল্যাব।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে জিভিপি ইনফোটেক, কানসাই নেরোল্যাক, মানালি পেত্রোকেম, অ্যাবট ইন্ডিয়া, কামিনস ইন্ডিয়া, নবনীত এডুকেশন, নীলকমল, এভারেডি, জাইডাস, সুইগি উল্লেখযোগ্য।
*৫ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





