Maha Shivratri, Stock Market: শিবরাত্রির ঠিক আগেই বিরাট খবর ভারতের বাজারের জন্য, আপনি না জানলে এখনি জেনে নিন…
Share Market News: শিব পুজোর বাকি আর কয়েকটা ঘণ্টা। আর তার আগের দিন কিছুটা আশার আলো দেখল ভারতের শেয়ার বাজার। আর এর মধ্যেই সামনে এসেছে একটা বড় খবর।

শিব পুজোর বাকি আর কয়েকটা ঘণ্টা। আর তার আগের দিন কিছুটা আশার আলো দেখল ভারতের শেয়ার বাজার। ভারতের অন্যতম বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্সের উত্থান দেখেছে বিনিয়োগকারীরা। ২৬ ফেব্রুয়ারি দিনের শেষে ১৪৭ পয়েন্ট বেড়েছে এই সূচক। একই সঙ্গে বেড়েছে ফিননিফটি ও বিএসই ব্যাঙ্কেক্স সূচকও।
গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে ক্রমাগতই নেমেছে ভারতের বাজার। হাজার হাজার কোটি টাকা বেরিয়ে গিয়েছে এই দেশের বাজার থেকে। আবার অনেক খুচরো বিনিয়োগকারী ক্ষতির মুখও দেখেছেন। আর এরই মধ্যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাবিদেব মহাদেবের আরাধনায় রত হবে গোটা দেশের মানুষ। আর তার আগেই শেয়ার বাজারের এই উত্থানে বেশ আশাবাদী দেশের অনেক বিনিয়োগকারী।
আর এর মধ্যেই সামনে এসেছে একটা বড় খবর। শিবপুজোর দিন বন্ধ থাকবে ভারতের শেয়ার বাজার। যদিও ২৬ ফেব্রুয়ারি, শিবপুজোর দিনের এই ছুটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বোম্বে স্টক এক্সচেঞ্জের ঘোষণা করা ১৪টি ছুটির দিনের মধ্যেই রয়েছে।
বিএসই ও এনএসইর জারি করা ছুটির তালিকা অনুযায়ী শিবপুজোর পর ভারতের শেয়ার বাজার বন্ধ থাকবে মার্চ মাসের ১৪ তারিখ, শুক্রবার, হোলির দিন। তারপরের ছুটি থাকবে ইদ-উল-ফিতরের, মার্চ মাসেরই ৩১ তারিখ। ভারতের বাজারের পরবর্তী বিকিকিনি শুরু হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা বেজে ১৫ মিনিট থেকে। বিকিকিনি শেষ হবে বিকাল ৩টে বেজে ৩০ মিনিটে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





