
মুম্বই: ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেল আদানির সংস্থা। মঙ্গল একটি প্রেস বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে গৌতম আদানির সংস্থা তরফে। সেই বিবৃতিতে তারা জানিয়েছে, আদানি এন্টারপ্রাইজ আওতাধীন আদানি এয়ারপোর্টস হোল্ডিংস লিমিটেড, যা এই দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমানবন্দর চালনাকারী সংস্থা, একটি প্রোজেক্টের আওতায় ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ টেনেছে।
কিন্তু কী হবে এত টাকা দিয়ে?
সংস্থা তরফে জানা গিয়েছে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নের কাজেই এই টাকা ব্যবহার করা হবে। মূলত বিমানবন্দরের আধুনিকীকরণ খাতে ব্যয় হবে অনেকটা পরিমাণ টাকা। আদানিরা আরও জানিয়েছে, প্রথম ধাপে মোট ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারীদের থেকে নিতে পারবে তারা। বাকি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার আরও এক পর্যায়ে বিনিয়োগ বৈঠকের মাধ্যমে লগ্নিকারীদের থেকে টানতে পারবে তারা।
কারা বিনিয়োগ করছে?
আদানি গোষ্ঠী জানিয়েছে, অ্যাপোলো ম্যানেজড ফান্ডস নামক একটি সংস্থা অন্যান্য বেশ কিছু বিনিয়োগকারীদের সঙ্গে জুড়ে সিন্ডিকেট তৈরি করে আদানিদের ব্যবসায় এই বিরাট অঙ্কের পুঁজি বিনিয়োগ করতে চলেছে। অ্যাপোলো তৈরি সেই বিনিয়োগকারীদের গোষ্ঠীতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাকরক ম্যানেজড ফান্ডস, স্ট্যান্ডার্ড চার্টাড-সহ একাধিক নামী সংস্থা।
এই বিনিয়োগ প্রসঙ্গে আদানি এয়ারপোর্টস হোল্ডিংস লিমিটেডের কার্যনির্বাহী কর্তা অরুণ বনশল জানিয়েছেন, ‘এই বিনিয়োগ আদানি গোষ্ঠীকে আগের তুলনায় আরও মজবুত করবে। আমাদের উন্নয়ন লক্ষ্য়গুলি পূরণে সাহায্য করবে। আর বিশ্বের বড় বড় লগ্নিকারী যে আমাদের গোষ্ঠীতে বিনিয়োগর কথা ভেবেছে, তার জন্য আমরা সত্যিই গর্বিত।’