Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani Wilmar: সংস্থার নামেই রয়েছে আদানি! সেই সংস্থাকেই ৪২ লক্ষ টাকার জরিমানা GST দফতরের

Adani Wilmar: মূলত জিএসটি আইনের আওতায় ট্রানজিশনাল ক্রেডিট সংক্রান্ত বিষয়ের জেরেই জরিমানা আরোপ করা হয়েছে আদানি উইলমারের উপর। আর এই খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে সংস্থার শেয়ার।

Adani Wilmar: সংস্থার নামেই রয়েছে আদানি! সেই সংস্থাকেই ৪২ লক্ষ টাকার জরিমানা GST দফতরের
আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 06, 2025 | 7:57 PM

নয়াদিল্লি: ৪২ লক্ষ টাকার জরিমানা হল এক স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যে আন্তর্জাতিক সংস্থার। যার আবার নাম জুড়ে আদানির। শিল্পতালুকে পড়ল ঢি।

এদিন আন্তর্জাতিক সংস্থা আদানি উইলমারকে ৪২ লক্ষ টাকার জরিমানা করল উত্তরপ্রদেশের জিএসটি দফতর। গত ৪ ফেব্রুয়ারি এই স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যে সংস্থার বিরুদ্ধে জরিমানা নোটিস জারি করে উত্তরপ্রদেশের জিএসটি দফতর।

মূলত জিএসটি আইনের আওতায় ট্রানজিশনাল ক্রেডিট সংক্রান্ত বিষয়ের জেরেই জরিমানা আরোপ করা হয়েছে আদানি উইলমারের উপর। আর এই খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে সংস্থার শেয়ার।

গত এক সপ্তাহ ধরে নিজের আগের অবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করলেও, জরিমানার পরই মুখ থুবড়ে পড়েছে আদানি উইলমার। এদিন প্রায় ১ শতাংশ দাম পড়ে সংস্থার প্রতি শেয়ারের দর দাঁড়িয়েছে ২৬৯ টাকায়।

প্রসঙ্গত, গৌতম আদানি হাতছাড়ার পর থেকে এ দেশে যেন সঙ্গীহীন হয়ে পড়েছে সিঙ্গাপুরের উইলমার সংস্থা। আদানি উইলমারের ব্যবসায় মোট ৪৪ শতাংশ অংশীদারি ছিল আদানি এন্টারপ্রাইজ বা গৌতম আদানির সংস্থার। চলতি বছরের শুরুতেই যার পুরোটাই ২ বিলিয়ন মার্কিন ডলারের দরে বিক্রি করে এই ব্যবসা থেকে একেবারে বেরিয়ে এল ভারতের অন্যতম ব্যবসায়িক গোষ্ঠী আদানি। মোট দুই ধাপে চলে এই লেনদেন প্রক্রিয়া।

আর মাথার উপর থেকে আদানির হাত সরতেই ক্রমাগত পড়তে শুরু করে আদানি উইলমারের দাম। প্রথম ধাক্কাতেই এক ধাপে ৩২৪ টাকা থেকে ২৯১ টাকায় নেমে আসে সংস্থার শেয়ারের দর। যা বর্তমানে পড়তে পড়তে এসে ঠেকেছে ২৬৯ টাকায়।