AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

75 Rs Coin: ২০০০ টাকার বিদায় ঘণ্টা বেজেছে, এবার আসছে নতুন মুদ্রা, কেমন দেখতে হবে জেনে নিন

Union Finance Ministry:  ৭৫ টাকার এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। এতে ৫০ শতাংশ রুপো থাকবে, বাকি ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।    

75 Rs Coin: ২০০০ টাকার বিদায় ঘণ্টা বেজেছে, এবার আসছে নতুন মুদ্রা, কেমন দেখতে হবে জেনে নিন
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
| Edited By: | Updated on: May 26, 2023 | 12:08 PM
Share

নয়া দিল্লি: একদিকে বিদায়, অন্যদিকে নতুনকে স্বাগত জানানোর পালা। বাজার থেকে বিদায় নিচ্ছে ২০০০ টাকার নোট (2000 Rs Note)। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(Reserve Bank of India)-র তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে আর ২০০০ টাকার নোট ছাপানো হবে না। সাধারণ মানুষের কাছে যে ২০০০ টাকার নোট রয়েছে, তাও ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা দিয়ে বদল করে নিতে হবে। এদিকে, ২০০০ টাকার নোটের বিদায় নিয়ে যেখানে সাধারণ মানুষ চিন্তিত, সেখানেই বৃহস্পতিবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। জানানো হল, বাজারে আনা হচ্ছে বিশেষ ৭৫ টাকার কয়েন (75 Rs Coin)। আগামী রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিনই এই নতুন কয়েন প্রকাশিত হবে।

৭৫ টাকার কয়েন-

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতেই কেন্দ্রীয় সরকারের তরফে ৭৫ টাকার কয়েন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫ তম বর্ষে পা দিয়েছে দেশ। সেই উপলক্ষেই কেন্দ্রের তরফে এই ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে। কয়েন জুড়েও নানা প্রতীক থাকবে, যা স্বাধীনতা ও দেশের ইতিহাসকে তুলে ধরবে।

কেমন আকার হবে ৭৫ টাকার কয়েনের?

কেন্দ্রের তরফে এখনও ৭৫ টাকার কয়েনের ছবি কেমন হবে, তা প্রকাশ না করা হলেও, জানানো হয়েছে গোলাকার হবে আকারে। এর ব্যাসার্ধ হবে ৪৪ মিলিমিটার। কয়েনের চারিদিকে মোট ২০০টি দাগ কাটা থাকবে। এই কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম।

চার ধাতুর মিশ্রণে তৈরি কয়েন-

৭৫ টাকার এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। এতে ৫০ শতাংশ রুপো থাকবে, বাকি ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।

কী লেখা থাকবে এই কয়েনে?

অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কয়েনের একটি পিঠে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”।

কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। মুদ্রার অঙ্ক, অর্থাৎ ৭৫ টাকাও লেখা থাকবে কয়েনের একদিকে। মুদ্রার অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে “সংসদ সংকুল” ও ইংরেজিতে “পার্লামেন্ট কমপ্লেক্স”।