Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TATA: একসময় ‘টাটা ডোকোমো’ ব্যবসায় লস করেছিল TATA, ফের টেলিকম ব্যবসায় দেখল লাভের মুখ

TATA: একসময় 'টাটা ডোকোমো' নামে এই সংস্থার টেলিকম সংস্থা ছিল। ২০১৯ সালে টেলিকম ব্যবসা ছেড়ে থেকে বেরিয়ে গিয়েছিল টাটা। সেই সময় বিপুল ক্ষতি হওয়ার পর তারা এই ব্যবসা ছেড়ে দেয় বলে জানা যায়।

TATA: একসময় 'টাটা ডোকোমো' ব্যবসায় লস করেছিল TATA, ফের টেলিকম ব্যবসায় দেখল লাভের মুখ
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 8:40 AM

নয়া দিল্লি: একাধিক সংস্থা চালানোর পাশাপাশি অনেক কোম্পানিতে বড় বড় শেয়ার কিনে অধিগ্রহণ করেছে টাটা গ্রুপ। মূলত ‘টাটা সন্স’ এই শেয়ার কেনার কাজটি দেখাশোনা করে। ইতিমধ্যে এভাবেই একটি টেলিকম সংস্থায় বড় শেয়ার কিনেছে টাটা।

একসময় ‘টাটা ডোকোমো’ নামে এই সংস্থার টেলিকম সংস্থা ছিল। ২০১৯ সালে টেলিকম ব্যবসা ছেড়ে থেকে বেরিয়ে গিয়েছিল টাটা। সেই সময় বিপুল ক্ষতি হওয়ার পর তারা এই ব্যবসা ছেড়ে দেয় বলে জানা যায়। সেই সংস্থাই বিনিয়োগ করেছে তেজস নেটওয়ার্কে।

২০২১ সালের জুলাই মাসে তেজস নেটওয়ার্কসের ৪৩.২ শতাংশ শেয়ার কিনে টেলিকম সেক্টরে পুনরায় পা রেখেছে টাটা। তেজসের গবেষণা ও উন্নয়ন ক্ষমতা টাটা বিশ্বব্যাপী টেলিকম অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) তৈরির লক্ষ্য রাখে। তেজস ইতিমধ্যেই ৭৫টিরও বেশি দেশে উপস্থিত রয়েছে। টাটা গ্রুপ এটিকে প্রযুক্তিগতভাবে আরও সমৃদ্ধ করছে।

তেজস নেটওয়ার্কস একটি ভারতীয় টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা, যেখানে টাটা দেশীয় টেলিযোগাযোগ সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করার সুযোগ দেখেছে। গত সপ্তাহে তেজস নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারের দাম ১৭ শতাংশ বেড়েছে।