৮৪ দিন ধরে যত ইচ্ছা কথা বলুুন, Amazon Prime-এ দেখুন সিনেমা, Airtel এর দুর্দান্ত অফার

Jan 28, 2025 | 7:19 PM

Airtel: আনলিমিটেড ভয়েস কলিং-এর পাশাপাশি প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

৮৪ দিন ধরে যত ইচ্ছা কথা বলুুন, Amazon Prime-এ দেখুন সিনেমা, Airtel এর দুর্দান্ত অফার
Image Credit source: Piotr Swat/SOPA Images/LightRocket via Getty Images

Follow Us

নয়া দিল্লি: এয়ারটেল গ্রাহক হন হলে এই প্রিপেইড প্ল্যানটি অত্যন্ত সুবিধাজনক হতে পারে। এই এয়ারটেল প্ল্যানে পাওয়া যাচ্ছে একাধিক সুবিধা। আনলিমিটেড ভয়েস কল থেকে শুরু করে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিনোদনের জন্য বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

এয়ারটেলের ১১৯৯ টাকার প্ল্যানে আকর্ষণীয় সুবিধা রয়েছে। এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে ফোন করে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারেন। আনলিমিটেড ভয়েস কলিং-এর পাশাপাশি প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এই প্ল্যানে অফলাইন এসএমএসের সুবিধাও দেওয়া হচ্ছে। প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS পাঠাতে পারবেন। ৮৪ দিনের মেয়াদের সঙ্গে থাকছে Amazon Prime সহ ২২টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।

৯৭৯ টাকাতেও ৮৪ দিনের বৈধতা দিচ্ছে এয়ারটেল। ৯৭৯ টাকার প্ল্যানেও অনেক সুবিধা রয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যায়। আনলিমিটেড ভয়েস কলিং, ২২টিরও বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং প্রতিদিন ১০০টি SMS বিনামূল্যে করা যাবে। এই এয়ারটেল প্ল্যানটি পেতে, আপনাকে এক হাজার টাকারও কম খরচ করতে হবে।