কলকাতা: ফেব্রুয়ারিতে দু’দিন ব্যাঙ্কে ধর্মঘটের দাবি তুলে, হুঁশিয়ারি একটি সর্বভারতীয় ব্যাঙ্ক ইউনিয়ন। একগুচ্ছ দাবি পূরণের আর্জিতে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন।
কী কী দাবি তাদের?
সপ্তাহে দু’দিন ছুটি-সহ একগুচ্ছ দাবি দাওয়া রয়েছে এই সংগঠনটির। সপ্তাহে পাঁচ দিন কাজ, ব্যাঙ্কের সমস্ত নিয়োগ শুরু করা, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে আধিকারিক পদে নিয়োগ চালু করা-সহ একাধিক দাবি তুলেছে এই সংগঠন।
উল্লেখ্য, ব্যাঙ্ক ইউনিয়নগুলির অভিযোগ, কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কমেছে কর্মীর সংখ্যা। একটি সমীক্ষা বলছে, গত এক দশকে প্রায় ১.১৪ লক্ষ কর্মী কমেছে ব্যাঙ্কে। যার জেরে বাড়তি চাপের মুখে পড়েছেন অন্যান্য কর্মী। যা কোনও মতেই সামলে ওঠা যাচ্ছে না।
কবে চলবে এই ধর্মঘট?
সর্বভারতীয় ওই ব্যাঙ্ক ইউনিয়নের প্রকাশিত প্রেস বিবৃতি অনুযায়ী, আগামী মাসেই দেশজুড়ে দু’দিনের ধর্মঘট ডাকবে তারা। ফেব্রুয়ারির ২৪ ও ২৫ তারিখ এই দুই দিন গোটা দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দেয় এই সংগঠন।
শুধু তা-ই নয়, দাবি না মানা হলে ও ধর্মঘট ঘিরে বাধা সৃষ্টির চেষ্টা করা হলে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তারা, এমনটাই দাবি সর্বভারতীয় ওই সংগঠনটির। গত বছর নভেম্বর মাসেই সপ্তাহে দু’দিন কাজের প্রসঙ্গে কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন। তবে কেন্দ্রের তরফ থেকে এখনও সেই বিষয়ে কোনও নোটিফিকেশন জারি করা হয়নি বলেই খবর।