নয়া দিল্লি: গ্রাহক এবং বিক্রেতারা যাতে লাভবান হন, তারই ব্যবস্থা করছে আমাজন। প্রতিনিয়ন আনা হচ্ছে নতুন নতুন নিয়ম। এবার ক্রেতাদের জন্য আরও একটি সুখবর। বিশেষ করে ৩০০ টাকার কম দামের পণ্যের ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ থাকছে।
সম্প্রতি ই-কমার্স সংস্থাটি জানিয়েছে, আগামী এপ্রিল থেকে ১.২ কোটিরও বেশি পণ্যের উপর রেফারেল ফি তুলে নেওয়া হবে। ৭ এপ্রিল, ২০২৫ থেকে ৩০০ টাকার কম দামের পণ্যের উপর বিক্রেতাদের কাছ থেকে রেফারেল ফি নেবে না এই সংস্থা।
আমাজনের এই নীতি চালু হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা (বিক্রেতারা) উপকৃত হতেবেন। এর আগেও আরও একটি বিষয় চালু করেছিল আমাজন। সেটি ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে সংস্থা ৫০০ টাকার বেশি দামের পণ্যের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যাঙ্ক ছাড় দেওয়ার কথা বলেছিল।
৩০০ টাকার কম দামের পণ্যের ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে কোনও কমিশন নেবে না আমাজন। এই সুবিধা ১৩৫টিরও বেশি পণ্যের ক্ষেত্রে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে পোশাক, জুতো, গৃহসজ্জা, মেক আপ, গয়না, মুদিখানার দ্রব্য, খেলনা এবং রান্নাঘরের জিনিসপত্র। বর্তমানে, আমাজন এই বিভাগের পণ্যগুলির ক্ষেত্রে বিক্রেতাদের প্রতিটি বিক্রয়ের উপর ২ থেকে ১৬ শতাংশ কমিশন নেয়।
এছাড়াও, ১ কেজির কম ওজনের পণ্যের ওজনের ক্ষেত্রে ফি ১৭ টাকা কমানো হবে। এর ফলে আমাজন প্ল্যাটফর্মে বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এটি ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে বিক্রি হওয়া পণ্যের সংখ্যাও বাড়িয়ে দিতে পারে। গ্রাহকরা কম দামে আরও ভাল পণ্য পেতে পারেন।