নয়া দিল্লি: সম্প্রতি অনিল অম্বানী আবার ঘুরে দাঁড়াচ্ছেন বলে মনে করছেন অনেকেই। তাঁর এই প্রত্যাবর্তন ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর সমস্যা শেষ হচ্ছে না। বারবার নান বিপাকে জড়িয়ে পড়ছেন তিনি। এবার ১৫৪.৫ কোটি টাকা খসতে চলেছে অনিল অম্বানীর।
বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) অনিল অম্বানীর ৬টি সংস্থাকে নোটিস দিয়েছে। সংস্থাগুলিকে ১৫৪.৫০ কোটি টাকা দিতে হবে। তহবিল অপব্যবহারের জন্য সংস্থাকে এই নোটিস দেওয়া হয়েছে।
সেবি (SEBI) এই সংস্থাগুলিকে ১৫ দিনের মধ্যে টাকা দিতে বলেছে। আর তা করতে ব্যর্থ হলে সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যে সংস্থাগুলিতে নোটিস দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে ‘ক্রেস্ট লজিস্টিকস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড’, রিলায়েন্স ইউনিকর্ন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স এক্সচেঞ্জ নেক্সট লিমিটেড, রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেড, রিলায়েন্স বিজনেস ব্রডকাস্ট নিউজ হোল্ডিংস লিমিটেড এবং রিলায়েন্স ক্লিনজেন লিমিটেড।
ছ’টি ইউনিটকে পৃথক ৬টি নোটিস দেওয়া হয়েছে। প্রতিটিকে ২৫.৭৫ কোটি টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত অগস্ট মাসে অনিল অম্বানী এবং আরও ২৪ জনকে কোম্পানির তহবিল অপব্যবহার করার জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়াও রিলায়েন্স হোম ফিনান্সকে মার্কেট থেকে ছ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং ৬ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল।
২২২ পাতার নির্দেশে বলা হয়েছিল, আগামী পাঁচ বছর সেবি (SEBI) তালিকাভুক্ত কোনও কোম্পানির ডিরেক্টর বা পরিচালনা সংক্রান্ত অন্য কোনও পদে থাকতে পারবেন না অনিল অম্বানী।