Apple: অ্যাপলের ‘ইনটেলিজেন্স’ এবার মিলবে ভারতে, বড় খবর দিলেন টিম কুক

Apple: অ্যাপলের সিএফও কেভান পারেখ উল্লেখ করেছেন,ভারতের একাধিক সংস্থা অ্যাপলের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ফুড ডেলিভারি সংস্থা 'জোমাটো' হাজারের বেশি 'ম্যাক' ব্য়বহার করছে।

Apple: অ্যাপলের ইনটেলিজেন্স এবার মিলবে ভারতে, বড় খবর দিলেন টিম কুক
ভারতে আইফোনের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

Feb 03, 2025 | 8:39 PM

নয়া দিল্লি: ভারতের বাজারে আসছে ‘অ্যাপল ইনটেলিজেন্স’। বিভিন্ন ভাষায় ‘অ্যাপল ইনটেলিজেন্স’ ব্যবহার করতে পারবেন ভারতীয়রা। ২০২৫-এর প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশের পর এ কথা জানিয়েছেন অ্যাপল সিইও টিম কুক।

অ্যাপল-এর সিইও বলেন, “আমরা অ্যাপল ইনটেলিজেন্স-কে আরও বেশি ছড়িয়ে দিতে চাই। আগামী এপ্রিলে ফরাসি, জার্মান, ইতালিয়ান, স্প্যানিশ, জাপানিজ, কোরিয়ান ও চিনা ভাষায় আনা হবে অ্যাপল ইনটেলিজেন্স। সিঙ্গাপুর ও ভারতে সহজেই এই ইনটেলিজেন্স ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।” এছাড়া ভারতে আইফোনের বিক্রি বেড়েছে বলেও দাবি করেন তিনি। তবে শুধু ভারত নয়, চিন, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশেও আইফোনের বিক্রি বেড়েছে বলে দাবি করেছেন তিনি।

অ্যাপলের সিএফও কেভান পারেখ উল্লেখ করেছেন,ভারতের একাধিক সংস্থা অ্যাপলের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ফুড ডেলিভারি সংস্থা ‘জোমাটো’ হাজারের বেশি ‘ম্যাক’ ব্য়বহার করছে।

টিম কুক জানিয়েছেন, ভারতে আরও বেশি অ্যাপর স্টোর খোলা হচ্ছে। চারটি স্টোর খোলার কথা ঘোষণা করেছেন তিনি। এই প্রসঙ্গেই টিম কুক জানান, গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতে রেকর্ড পরিমাণ আইফোন বিক্রি হয়েছে। শুধু তাই নয়, ওই সময় গোটা বিশ্বে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় স্থান পেয়েছে অ্যাপল।