Dhirubhai Ambani School Fee: আরাধ্যা, তৈমুর, আব্রাম- সবাই পড়ুয়া, অম্বানীদের স্কুলের ফি কত জানেন?

Jan 02, 2024 | 3:18 PM

Dhirubhai Ambani School Fee: ১ লক্ষ ৩০ হাজার বর্গফুট জায়গা জুড়ে রয়েছে সেই স্কুল। সাত তলা বিল্ডিং-এ রয়েছে এলকেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা। এছাড়া স্কুল চত্বরের মধ্যে রয়েছে বিরাট বাগান ও লন। আইসিএসসি বোর্ডের অধীনে পাঠ্যক্রম চালু রয়েছে এই স্কুলে।

Dhirubhai Ambani School Fee: আরাধ্যা, তৈমুর, আব্রাম- সবাই পড়ুয়া, অম্বানীদের স্কুলের ফি কত জানেন?
অম্বানীদের স্কুলে পড়ে তারকা-সন্তানেরা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

মুম্বই: গত বছরের শেষের দিকে ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসে। দেখা যায় দর্শকাসনে কার্যত চাঁদের হাট। শাহরুখ খান, করিনা কাপুর, করণ জোহর, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের মতো তারকাদের দেখা গিয়েছে সেখানে। কারণ এদের প্রত্যেকের সন্তান ওই স্কুলের ছাত্র বা ছাত্রী। ২০০৩ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন নীতা অম্বানী। তারপর থেকে বলিউডের বহু তারকার সন্তানেরা এই স্কুল পড়াশোনা করেছেন। এই স্কুলে পড়াশোনার পাশাপাশি রয়েছে সব রকমের আধুনিক ব্যবস্থা। অনুমান করাই যায়, এই স্কুলের ফি-ও হবে সাধারণ স্কুলের থেকে অনেকটাই বেশি। অম্বানীদের এই স্কুল ঘিরে কৌতূহলও কম নয়।

১ লক্ষ ৩০ হাজার বর্গফুট জায়গা জুড়ে রয়েছে সেই স্কুল। সাত তলা বিল্ডিং-এ রয়েছে এলকেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা। এছাড়া স্কুল চত্বরের মধ্যে রয়েছে বিরাট বাগান ও লন। আইসিএসসি বোর্ডের অধীনে পাঠ্যক্রম চালু রয়েছে এই স্কুলে। এসি ক্লাসরুম থেকে ওয়াই-ফাই, সব আধুনিক ব্যবস্থাই রয়েছে এই স্কুলে। স্কুলের ছাদেও রয়েছে সাজানো বাগান।

পড়াশোনার বাইরে নানা ক্ষেত্রে অংশ নিতে পারে পড়ুয়ারা। গ্রামাঞ্চল থেকে প্রজেক্টে অংশ নিতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত প্রজেক্টেও অংশ নিতে পারে তারা।

এই স্কুলের ফি -ও চমকে দেওয়ার মতো। সূত্রের খবর, আন্তর্জাতিক মানের এই স্কুলে ভর্তি হতে গেলে আবেদন মূল্য দিতে হয় ৫০০০ টাকা। এলকেজি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক ফি ১ লক্ষ ৭০ হাজার টাকা। অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ফি ১ লক্ষ ৮৫ হাজার টাকা। দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফি ৯ লক্ষ ৬৫ হাজার টাকা।

অতীতে এই স্কুলে পড়েছেন বহু তারকা-সন্তান। তালিকায় রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, সুহানা খান প্রমুখ।

Next Article
UPI-ATM: কার্ডের ঝক্কি শেষ, ইউপিআই স্ক্যান করেই টাকা মিলবে এটিএম থেকে, কীভাবে জানুন
TCS Employee: আচমকা বেতন বন্ধ, মাথায় হাত TCS-এর শতাধিক কর্মীর