
নয়াদিল্লি: শেষ এক বছরে নজরকাড়া বৃদ্ধি হয়েছে পতঞ্জলি ফুড শেয়ারের। যে লাভের গুড় খেয়েছে বিনিয়োগকারীরাও। আর বৃদ্ধি হবে নাই বা কেন? আয়ুর্বেদিক খাদ্য সামগ্রী মানেই তো সবার উপরে রয়েছে পতঞ্জলির নাম।
দালাল স্ট্রিট প্রদত্ত পরিসংখ্য়ান বলছে, এক বছরে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সংস্থার শেয়ার। সাধারণ ভাবেই এমন গতির দেখা মেলে না বড় বড় সংস্থার শেয়ারেও।
গতবছরের ২৪ জুন নিজের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁয়ে ফেলে এই সংস্থা। নেমে যায় ১৩০০ টাকায়। তবে সেই একবার ব্যাকফুটে গিয়েছিল পতঞ্জলি। তারপর শুরু উত্থান। এক বছরে লাফাতে লাফাতে প্রায় ১৭০০ টাকার গন্ডি ছুঁয়ে ফেলেছে পতঞ্জলির এই সংস্থা।
কত টাকা লাভ হল বিনিয়োগকারীদের?
ওয়াকিবহাল মহল বলছে, পতঞ্জলির উত্থানে লাভের গুড় খেয়েছে বিনিয়োগকারীর। যদি কেউ এক বছর আগেও কমপক্ষে ১ লক্ষ টাকা বিনিয়োগ করত, তা হলে সেই মুহূর্তে চলা দরের ভিত্তিতে ৭৭টি শেয়ার পেতেন তিনি। এক বছরের শেয়ারের দাম এসে ঠেকেছে ১৬৭৫ টাকায়। অর্থাৎ ১ লক্ষ টাকা বিনিয়োগ করে মিলত ১ লক্ষ ২৯ হাজার টাকা।
তবে এই কিন্তু শেষ নয়। সংস্থার ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী কর্তৃপক্ষ। দালাল স্ট্রিটে তারা বেঁধেছে নয়া টার্গেট। এদিন পতঞ্জলির এক কর্তা জানিয়েছেন, সংস্থার প্রতি ত্রৈমাসিকে ভাল ফলের কারণেই এই লাভের মুখ দেখা গিয়েছে। তার এও দাবি, আগামী এক বছরে পতঞ্জলির শেয়ারের দর ছাপিয়ে যাবে এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরকেও। কারণ একটাই, হিসাব বলছে চলতি বছরের মার্চে ৭৪ শতাংশ লাফিয়েছে পতঞ্জলি ফুডস লিমিটেড সংস্থার শেয়ার।