Bank Strike: ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? এবার মিলল স্বস্তির খবর

Bank Strike: ব্য়াঙ্ককর্মীদের একাধিক দাবি ছিল। সপ্তাহে দুদিন ছুটি, নিয়োগ বাড়ানো, পারফর্ম্য়ান্সের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া- এই সব দাবিগুলি নিয়ে আলোচনা হয়েছে এদিন।

Bank Strike: ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? এবার মিলল স্বস্তির খবর
Image Credit source: TV 9 Bangla

Mar 21, 2025 | 7:10 PM

নয়া দিল্লি: একগুচ্ছ দাবি নিয়ে ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফ থেকে। আগামী ২৪ ও ২৪ মার্চ অর্থাৎ আগামী সোমবার ও মঙ্গলবার ধর্মঘট হওয়ার কথা ছিল। অবশেষে সেই সিদ্ধান্ত বদল করা হল। স্থগিত করা হল ধর্মঘট।

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ। সেখানে বলা হয়েছে, শুক্রবার যে বৈঠক হয়, তারপরই ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্য়াঙ্ককর্মীদের একাধিক দাবি ছিল। সপ্তাহে দুদিন ছুটি, নিয়োগ বাড়ানো, পারফর্ম্য়ান্সের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া- এই সব দাবিগুলি নিয়ে আলোচনা হয়েছে এদিন। বৈঠকে উপস্থিত ছিল ইন্ডিয়ান ব্য়াঙ্ক অ্যাসোসিয়েশন, ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস।

বৈঠক সদর্থক হয়েছে বলেই জানা গিয়েছে। দুদিন ছুটির ব্যবস্থা কীভাবে করা যায়, সেটা দেখবেন বলে জানিয়েছেন সেন্ট্রাল লেবার কমিশনার।

নিয়োগ নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে আইবিএ। জানানো হয়েছে, আপাতত ২ মাসের জন্য ধর্মঘট স্থগিত করা হল। এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের এই বিষয়ে আলোচনা হবে। সোমবার ও মঙ্গলবার ধর্মঘট হলে শুধু ব্যাঙ্ক নয়, এটিএম ও বন্ধ থাকার সম্ভাবনা ছিল। ফলে, এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ।