Indian Banks: আর হয়রানি নয়, RBI-এর একটা সিদ্ধান্তে ব্যাঙ্কে সময় বাঁচতে চলেছে গ্রাহকদের

Indian Banks: সাধারণ ভাবে আগে ব্যাঙ্ক চেক ক্লিয়ারেন্সের জন্য সময় লাগত দু'দিন। তাও আবার ছুটির দিন হলে কাজ বন্ধ। অর্থাৎ শুক্রবার চেক জমা দিল টাকা মিলবে একেবারে সোমবার অথবা মঙ্গলবার। যার জেরে অনেকটাই সমস্যায় পড়তে হত গ্রাহকদের।

Indian Banks: আর হয়রানি নয়, RBI-এর একটা সিদ্ধান্তে ব্যাঙ্কে সময় বাঁচতে চলেছে গ্রাহকদের
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Aug 14, 2025 | 2:44 PM

নয়াদিল্লি: ভারতের সমস্ত ব্যাঙ্কগুলির কাছে গেল নোটিস, পাঠাল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI। সেই বিজ্ঞপ্তিতে জানান হল, গ্রাহকদের চেক নিয়ে আর হয়রানি নয়। দ্রুত মেটাতে হবে কাজ

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ অক্টোবর থেকে মানি চেক নিয়ে নতুন নিয়ম লাগু করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। সাধারণ ভাবে আগে ব্যাঙ্ক চেক ক্লিয়ারেন্সের জন্য সময় লাগত দু’দিন। তাও আবার ছুটির দিন হলে কাজ বন্ধ। অর্থাৎ শুক্রবার চেক জমা দিল টাকা মিলবে একেবারে সোমবার অথবা মঙ্গলবার। যার জেরে অনেকটাই সমস্যায় পড়তে হত গ্রাহকদের।

এবার সেই কথাটা মাথায় রেখেই চেক ক্লিয়ারেন্সের সময়সীমা নিয়ে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানা গিয়েছে, ৪ঠা অক্টোবর থেকে চেক জমা পড়ার কয়েক ঘণ্টার মধ্যে তা পাস করাতে হবে ব্যাঙ্কগুলিকে। যার জেরে গ্রাহকদের মধ্য়ে টানাপোড়েন কমবে। দ্রুত পাওয়া যাবে প্রয়োজনীয় অর্থ। কেন্দ্রীয় ব্যাঙ্ক এই নতুন চেক ক্লিয়ারেন্স ব্যবস্থার নাম দিয়েছে সিটিএস বা চেক ট্রানককেশন সিস্টেম। RBI জানিয়েছে, “দু’টি পর্যায়ে এই নতুন প্রক্রিয়াকে কার্যকর করা হবে। যার মধ্যে প্রথম পর্যায়ের বাস্তবায়ন শুরু হবে ৪ঠা অক্টোবর থেকে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ৩রা জানুয়ারি থেকে।”

RBI তরফে আরও জানা গিয়েছে, প্রথম পর্যায়ে চেক জমা পড়ার পর সেদিনের কাজের সময় শেষ হওয়ার আগে ওই নির্দিষ্ট চেকটিকে ব্যাঙ্ককে পাস করাতে হবে। অর্থাৎ এই ধাপে ব্যাঙ্কের কাছে হাতে কমপক্ষে ৮ ঘণ্টা থাকছেই। কিন্তু দ্বিতীয় পর্যায় শুরুর পর থেকে সেই চেক ৩ ঘণ্টার মধ্যেই নির্দিষ্ট ব্যাঙ্ককে পাস করাতে হবে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।