BCCI: ভারতের ক্রিকেট বোর্ডের কাছে কত টাকা আছে জানেন?
Board of Control for Cricket in India: ২০২৩-২৪ অর্থ বছরের হিসাব বলছে বিসিসিআইয়ের কাছে ক্যাশ বা ব্যাঙ্ক ব্যালেন্স হিসাবে রয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকা। যদিও সেই অর্থ বছরে সব রাজ্য সংস্থাকে তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার পর বিসিসিআইয়ের কাছে এই পরিমাণ অর্থ ছিল।

ভারতীয় ক্রিকেট আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে অধিনায়ক হিসাবে তার পিছনে যেমন রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার, তেমনই বিশ্ব ক্রিকেটে ভারতের শক্তি বৃদ্ধি করেছে এক বাঙালি ক্রিকেট প্রশাসকই। তিনি জগমোহন ডালমিয়া। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে যে পরিমাণ অর্থ জমা হয়েছে তার পিছনে অনেকাংশে রয়েছে জগমোহন ডালমিয়াই। কিন্তু কত টাকা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে?
২০২৩-২৪ অর্থ বছরের হিসাব বলছে বিসিসিআইয়ের কাছে ক্যাশ বা ব্যাঙ্ক ব্যালেন্স হিসাবে রয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকা। যদিও সেই অর্থ বছরে সব রাজ্য সংস্থাকে তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার পর বিসিসিআইয়ের কাছে এই পরিমাণ অর্থ ছিল। সূত্রের খবর, চলতি অর্থ বছর অনুযায়ী বিসিসিআইয়ের কাছে রয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। যা থেকে তারা বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সুদ হিসাবে উপার্জন করে।
ভারতীয় ক্রিকেটের সোনার ডিম পাড়া হাঁস বলা যেতে পারে আইপিএলকে। ২০২৩-২৪ অর্থ বছরে আইপিএল থেকে প্রায় ৫ হাজার ৭৬১ কোটি টাকা উপার্জন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পৃথিবীর অন্যান্য ক্রিকেট বোর্ডের কী অবস্থা? ভারতীয় বোর্ড পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলেও তার পর দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের অর্থভাণ্ডারে রয়েছে ৬৫০ থেকে ৬৬০ কোটি টাকার আশেপাশে। তার ঠিক পরই রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। তাদের কাছে রয়েছে প্রায় ৪৯২ কোটি টাকা।
