India vs US Job: বেঙ্গালুরুতে ২৫ লাখি নাকি আমেরিকায় ৮৫ লক্ষ টাকার চাকরি, কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ?

India vs US Job: ভারতের বুকে বার্ষিক ২৫ লক্ষ টাকা প্যাকেজ নাকি ১ লক্ষ টাকা মার্কিন ডলার প্য়াকেজে আমেরিকায় চাকরি, বুদ্ধিমানরা কোনটা নেবেন?

India vs US Job: বেঙ্গালুরুতে ২৫ লাখি নাকি আমেরিকায় ৮৫ লক্ষ টাকার চাকরি, কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

Apr 17, 2025 | 4:40 PM

কলকাতা: বিদেশে চাকরি করার স্বপ্ন কার নেই? বাড়ির লোকেরও তো বলতে ভাল লাগবে যে ছেলে বা মেয়ে বিদেশে থাকে। কিন্তু ভারতের বুকে বার্ষিক ২৫ লক্ষ টাকা প্যাকেজ নাকি ১ লক্ষ টাকা মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৫ লক্ষ টাকার প্য়াকেজে আমেরিকায় চাকরি, বুদ্ধিমানরা কোনটা নেবেন? এই প্রসঙ্গেই এবার নিজের লিঙ্কডিনের ওয়ালে বিস্তারিত বর্ণনা করলেন, এক তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ব্যক্তি। নাম অনিশ সেনগুপ্ত। কোনটা উপাদেয়, নিজের পোস্টেই তুলে ধরেন তিনি।

তিনি লেখেন, ‘আমেরিকা মানেই বেশি বেতনের চাকরি। বিশেষ ভাবে, প্রযুক্তি ও ফিনান্সের সঙ্গে যুক্ত, তাদের জন্য তো ওটা স্বর্গ সমান। তার মধ্যে রয়েছে ওর্য়াক-লাইফ ব্যালেন্সও। কিন্তু বছরে এক লক্ষ মার্কিন ডলার বেতন প্রথম দিকে দেখতে আকর্ষণীয় হলেও, ট্যাক্স কেটে হাতে এসে পৌঁছবে ৭০ থেকে ৭৫ হাজার ডলার। অর্থাৎ মাসে বেতন ওই ৬ হাজার মার্কিন ডলারের অধিক। আর এই কটা টাকাতেই থাকতে হবে, সেই দেশে। গুনতে হবে মোটা অঙ্কের ভাড়া, দামী রেশনের খরচ।’

অনিশের কথায়, সেই তুলনায় ভারতে ২৫ লক্ষ টাকা বার্ষিকী বেতন মানে বছরে ট্যাক্স কেটে মিলবে ১৮ থেকে ২০ লক্ষ টাকা। অর্থাৎ মাসে মিলবে ১ থেকে দেড় লক্ষ টাকা। কেউ যদি কাজের সূত্রে বাইরেও থাকেন। তাতেও তার মাসে যে বিরাট খরচ হবে এমনটা নয়। মাঝে মধ্যে বাড়িও যেতে পারবেন, আবার উৎসবের মরসুমে পরিবারের সঙ্গে সময়ও কাটাতে পারবেন। কিন্তু ওয়ার্ক-লাইফ-ব্যালেন্স সেই নিয়ে খানিকটা প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

তাহলে কোন পথে এগিয়ে চলা বুদ্ধিমানের কাজ? অনিশ লিখছেন, কেউ যদি জীবনে দ্রুত উন্নতি চান, তার জন্য আমেরিকার থেকে ভাল জায়গা হয় না। কিন্তু অপরদিকে, কেউ যদি পরিবারের সঙ্গে থেকে সাধারণ ও ধীর উন্নয়ন পদ্ধতিতে বিশ্বাসী হন, তবে তার জন্য ভারত সবচেয়ে ভাল।