Adani Group: জলবিদ্যুৎ নিয়ে ভুটানের সঙ্গে মউ স্বাক্ষর আদানি গ্রুপের

Adani Group: ডিজিপিসি-র সঙ্গে মউ স্বাক্ষরের পর আদানি গ্রিন হাইড্রো লিমিটেডের সিওও(পিএসপি এবং হাইড্রো) নরেশ তেলগু বলেন, "ডিজিপিসি-র সঙ্গে মিলে ভুটানের জলবিদ্যুৎ ক্ষমতাকে বৃদ্ধি করা আমাদের লক্ষ্য। এখান থেকে গ্রিন এনার্জি ভারতে পাঠানো হবে। দুই দেশের সম্বলিত উন্নয়নের একটা বড় উদাহরণ।"

Adani Group: জলবিদ্যুৎ নিয়ে ভুটানের সঙ্গে মউ স্বাক্ষর আদানি গ্রুপের
ভুটানের সঙ্গে মউ স্বাক্ষর করল আদানি গ্রুপ

May 08, 2025 | 8:04 PM

থিম্পু: ভুটানে ৫ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন নিয়ে মউ স্বাক্ষর করল আদানি গ্রুপ এবং ড্রাক গ্রিন পাওয়ার কর্পোরেশন(DGPC)। থিম্পুতে এই চুক্তি স্বাক্ষরিত হল। ডিজিপিসি-র এমডি দাশো চিওয়াং রিনজি এবং আদানি গ্রিন হাইড্রো লিমিটেডের সিওও(পিএসপি এবং হাইড্রো) নরেশ তেলগু মউয়ে স্বাক্ষর করেন। মউ চুক্তির সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, ভুটানের বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ইয়নপো জেম শেরিং-সহ অন্য আধিকারিকরা।

ওয়াংচু জলবিদ্যুৎ প্রকল্পের জন্য আদানি গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষর করল ডিজিপিসি। এই প্রকল্পের ৫১ শতাংশ অংশীদার ডিজিপিসি। এবং ৪৯ শতাংশ অংশীদার আদানি গ্রুপ। ২০৪০ সালের মধ্যে অতিরিক্ত ২০ হাজার মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে ভুটান। সেই লক্ষ্য পূরণে এই চুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে।

ডিজিপিসি-র সঙ্গে মউ স্বাক্ষরের পর আদানি গ্রিন হাইড্রো লিমিটেডের সিওও(পিএসপি এবং হাইড্রো) নরেশ তেলগু বলেন, “ডিজিপিসি-র সঙ্গে মিলে ভুটানের জলবিদ্যুৎ ক্ষমতাকে বৃদ্ধি করা আমাদের লক্ষ্য। এখান থেকে গ্রিন এনার্জি ভারতে পাঠানো হবে। দুই দেশের সম্বলিত উন্নয়নের একটা বড় উদাহরণ।”

মউ চুক্তির পর ডিজিপিসি-র এমডি দাশো চিওয়াং রিনজি বলেন, “আদানির সঙ্গে এই সম্পর্ককে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্বজুড়ে তাদের সাফল্য থেকেও শিক্ষা নিচ্ছি আমরা।” ভুটানের অতিরিক্ত জলবিদ্যুৎ ভারতে রফতানি করে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার কথা বলেন তিনি।