AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zomato: কুতুব মিনার সমান বিরিয়ানি, ইডেনের মতো পিৎজা, পৃথিবীর সাইজের নুডুলস অর্ডার!

Zomato Order: জ্যোমাটোর তরফে জানানো হয়েছে, ২০২৩ সালেও গ্রাহকদের খাবার অর্ডারের ক্ষেত্রে প্রথম পছন্দ ছিল বিরিয়ানিই। চলতি বছরে মোট ১০.০৯ কোটি বিরিয়ানি অর্ডার হয়েছে জ্যোমাটোয়। দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা। ইটালিয়ান খানা অর্ডার হয়েছে ৭.৪৫ কোটি। অর্ডারের নিরিখে তৃতীয় স্থান পেয়েছে নুডলস বোল।

Zomato: কুতুব মিনার সমান বিরিয়ানি, ইডেনের মতো পিৎজা, পৃথিবীর সাইজের নুডুলস অর্ডার!
ইডেন সমান পিৎজা অর্ডার হয়েছে জ্যোমাটোয়।Image Credit: TV9 Bangla
| Updated on: Dec 31, 2023 | 1:15 PM
Share

নয়া দিল্লি: এই তো শুরু হয়েছিল, দেখতে দেখতেই চোখের নিমেষে শেষ হয়ে গেল আরও একটা বছর। আজ ২০২৩ সালের শেষ দিন। রাত পোহালেই ২০২৪ সাল শুরু হবে। বছর শেষে সকলেই ফিরে দেখছেন, ২০২৩ সালটা কেমন ছিল। পিছিয়ে নেই বিভিন্ন সংস্থাও। বাড়ির বাইরে যারা থাকেন , তারা প্রায়দিনই অনলাইনে খাবার অর্ডার করেন। বাড়িতেও রান্নার ইচ্ছা না করলেই বা অতিথি এলে এক ক্লিকে খাবার অর্ডার করে দেওয়া হয়। গোটা ২০২৩ সাল জুড়ে কী কী খাবার অর্ডার হয়েছে, তার খতিয়ানই তুলে ধরেছে জ্যোমাটো (Zomato)। দেখা গিয়েছে, প্রতিবারের মতো এবারও, ২০২৩ সালে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জ্যোমাটোয় সবথেকে বেশি বিরিয়ানিই (Biriyani) অর্ডার হয়েছে। সেই অর্ডারের সংখ্যাটা কত জানেন? ছোট-খাটো দেশের জনসংখ্য়াকেও হার মানিয়ে দেবে ভারতে বছরভর বিরিয়ানি অর্ডারের হার।

জ্যোমাটোর তরফে জানানো হয়েছে, ২০২৩ সালেও গ্রাহকদের খাবার অর্ডারের ক্ষেত্রে প্রথম পছন্দ ছিল বিরিয়ানিই। চলতি বছরে মোট ১০.০৯ কোটি বিরিয়ানি অর্ডার হয়েছে জ্যোমাটোয়। দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজাইটালিয়ান খানা অর্ডার হয়েছে ৭.৪৫ কোটি। অর্ডারের নিরিখে তৃতীয় স্থান পেয়েছে নুডলস বোল।

তবে মজাদার বিষয় হল, জ্যোমাটোর তরফে এই অর্ডারের পরিমাণ কতটা, তা বোঝাতে বিভিন্ন জনপ্রিয় কেন্দ্রের আয়তনের সঙ্গে তুলনা টানা হয়েছে। এই বছরে জ্যোমাটো থেকে যে সংখ্যক বিরিয়ানি অর্ডার হয়েছে, তা পরপর সাজালে দিল্লির কুতুব মিনারের উচ্চতার সমান হয়ে যাবে।

পিৎজাও কম কিছু যাচ্ছে না। ২০২৩ সালে অর্ডার হওয়া সমস্ত পিৎজাকে পাশাপাশি রাখলে, তা কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের আয়তনের সমান হবে।

জ্যোমাটোয় তৃতীয় যে জিনিস সবথেকে বেশি অর্ডার হয়েছে, তা হল নুডলস বোল। মোট ৪.৫৫ কোটি নুডলস অর্ডার হয়েছে এই বছর।এই ৪.৫৫ কোটি নুডল বোলকে যদি পাশাপাশি রাখা যায়, তবে তা পৃথিবীকে ২২বার প্রদক্ষিণ করে ফেলবে!