AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL: বড় বদল BSNL-এ, চালু হচ্ছে ইন্টারনেট টিভি সহ একগুচ্ছ পরিষেবা

BSNL: সব মানুষের কাছে যাতে টেলিকম পরিষেবা সহজলভ্য হয়, সবাই যাতে পরিষেবা পায়, তার জন্যই বিএসএনএল-এর এই পরিবর্তন বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

BSNL: বড় বদল BSNL-এ, চালু হচ্ছে ইন্টারনেট টিভি সহ একগুচ্ছ পরিষেবা
Image Credit: twitter
| Updated on: Oct 23, 2024 | 10:35 PM
Share

নয়া দিল্লি: বদলে গেল ভারতের অন্যতম টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। বেসরকারি টেলিকম সংস্থাগুলির রমরমার মাঝে সম্প্রতি বিএসএনএল-এর প্রতি আগ্রহ বাড়ে অনেকেরই। অন্যান্য সংস্থার ট্যারিফ হঠাৎ করে বেড়ে যাওয়ায় গত কয়েক মাসে অনেকেই বিএসএনএল-এর কানেকশন বেছে নেন। সেই সংস্থাই বুধবারই সামনে আনল নতুন লোগো। শুধু তাই নয়, একাধিক নতুন পরিষেবা দেওয়ার কথাও জানানো হল সংস্থার তরফে। এই সংস্থা যে একেবারে নতুন আত্মপ্রকাশ করতে চলেছে, তা স্পষ্ট।

সংস্থা বর্ণনা করেছে, নতুন লোগো সারা দেশ জুড়ে নেটওয়ার্কের প্রতি বিশ্বাস, আস্থার প্রতীক। নতুন সাতটি পরিষেবা চালুর কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে স্প্যাম ব্লকিং সলিউশন, ওয়াই ফাই রোমিং, ইন্টারনেট টিভির মতো পরিষেবা।

সব মানুষের কাছে যাতে টেলিকম পরিষেবা সহজলভ্য হয়, সবাই যাতে পরিষেবা পায়, তার জন্যই বিএসএনএল-এর এই পরিবর্তন বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

বিএসএনএল (BSNL)-এর দাবি, স্প্যাম ফ্রি নেটওয়ার্ক তৈরি করেছে তারা। এছাড়াও ওয়াই ফাই রোমিং (Wi-Fi roaming) চালু করা হচ্ছে, যাতে গ্রাহকরা যেখানেই যাবেন, সেখানেই BSNL FTTH-এর ওয়াই ফাই ব্যবহার করতে পারবেন। এছাড়া সংস্থার ইন্টারনেট লাইভ টিভি-র মাধ্যমে ৫০০ প্রিমিয়াম টিভি চ্যানেল দেখা যাবে।

এছাড়াও BSNL আনছে সিম কার্ড কিয়স্ক, স্যাটেলাইট সংযোগের মাধ্যমে প্রথমবার চালু হচ্ছে এসএমএস সার্ভিস। স্থলে, জলে ও আকাশেও পাওয়া যাবে এসএমএস পরিষেবা।