BSNL: ইন্টারনেট ব্যবহার করতে এক পয়সাও লাগবে না! BSNL-এর এই অফার শুনলে তাক লেগে যাবে

Dec 25, 2024 | 10:54 PM

BSNL: আপনি যদি BSNL-এর ফাইবার ব্রডব্যান্ড ব্যবহার করেন এই সুযোগ পাবেন। উৎসব উপলক্ষে এই অফার দেওয়া হচ্ছে। অফারটি শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ, তাই আগ্রহ থাকলে যত দ্রুত সম্ভব অফারটি নিয়ে নিতে হবে। প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জানুন।

BSNL: ইন্টারনেট ব্যবহার করতে এক পয়সাও লাগবে না! BSNL-এর এই অফার শুনলে তাক লেগে যাবে
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: ২০২৫ সাল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই সুখবর দিল টেলিকম সংস্থা BSNL। ২০২৪-ই কার্যত ঘুরে দাঁড়িয়েছে এই সংস্থা। জিও বা এয়ারটেলের মতো সংস্থাকে প্রতিযোগিতার মুখে ফেলে দিয়ে তারা গ্রাহক সংখ্যাও বাড়িয়েছে। এবার গ্রাহকদের জন্য একটি বড় চমক আনল সেই সংস্থা। টানা এক মাস একেবারে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

আপনি যদি BSNL-এর ফাইবার ব্রডব্যান্ড ব্যবহার করেন এই সুযোগ পাবেন। উৎসব উপলক্ষে এই অফার দেওয়া হচ্ছে। অফারটি শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ, তাই আগ্রহ থাকলে যত দ্রুত সম্ভব অফারটি নিয়ে নিতে হবে।

‘ফাইবার বেসিক নিও’ বা ‘ফাইবার বেসিক’ প্ল্যানে বিনামূল্যে এক মাসের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু একটাই শর্ত। এই অফারের সুবিধা পেতে, আপনাকে অন্তত তিন মাসের জন্য এই প্ল্যানটি নিতে হবে। এই অফারটি শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ।

BSNL-এ ৪৪৯ টাকায় একটি দুর্দান্ত ব্রডব্যান্ড প্ল্যানের অফার এনেছে। এই প্ল্যানের নাম ‘ফাইবার বেসিক নিও’। এতে অনেক দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে ৩০ মেগাবাইট গতি থাকবে, ফলে আপনি চাইলে এক মাসে ৩৩০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ দৈনিক ১০০ জিবি-র বেশি। সমস্ত ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও, আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে ধীরগতিতে। এর সঙ্গে বাড়ির যে কোনও জায়গা থেকে আনলিমিটেড কল করার সুবিধাও পাবেন। তিন মাসের জন্য প্ল্যানটি নিলে ৫০ টাকা ছাড়ও পাবেন।

এছাড়া BSNL-এর ‘ফাইবার বেসিক’ নামে আরও একটি প্ল্যান রয়েছে। এর দাম ৪৯৯ টাকা। এই প্ল্যানে প্রতি সেকেন্ডে ৫০ মেগাবাইট স্পিডের ইন্টারনেট পাবেন। অফারটি ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাচ্ছে।

Next Article