BSNL-ও দেয় ওটিটি দেখার সুবিধা, জানেন? মাত্র ৪৯ টাকায় প্ল্যান শুরু
BSNL Cinema Plus: দীর্ঘদিন পর ফের মাথা তুলে দাঁড়াচ্ছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া ছেড়ে বিএসএনএল-এর সংযোগ নেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে উপভোক্তাদের মধ্যে। তবে, অনেকেই দ্বিধা করছেন ওটিটি সাবস্ক্রিপশনের কথা ভেবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলি যে ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা দেয়, তা কি আর বিএসএনএল-এ পাওয়া যাবে?
কলকাতা: জিও থেকে এয়ারটেল – ভারতে উচ্চ-গতির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবাও সরবরাহ করে বড় মাপের বেসরকারি টেলিকম অপারেটররা। তাদের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধাও দেওয়া হয়। অর্থাৎ, শুধুমাত্র ব্রডব্র্যান্ড পরিষেবার টাকা দিয়েই বিনামূল্যে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ পান গ্রাহকরা। এই অতিরিক্ত সুবিধা ভারতীয় গ্রাহকদের কাছে বাড়তি আকর্ষণের কারণ। সম্প্রতি, প্রায় সবকটি বেসরকারি টেলিকম সংস্থাই তাদের রিচার্জের মূল্য অনেকটা বাড়িয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন পর ফের মাথা তুলে দাঁড়াচ্ছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। টিসিএস-এর সঙ্গে ১৫০০০ কোটি টাকার এক চুক্তি করেছে তারা। চুক্তি অনুযায়ী, বিএসএনএল-কে ফোরজি পরিষেবার নেটওয়ার্ক বসাতে সাহায্য করবে। যা পরে ফাইভজি-তে উন্নীত করা যাবে। এর পাশাপাশি, বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানগুলি অনেক সাশ্রয়ীও। তাই বিএসএনএল-এর জনপ্রিয়তা বাড়ছে।
জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া ছেড়ে বিএসএনএল-এর সংযোগ নেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে উপভোক্তাদের মধ্যে। তবে, অনেকেই দ্বিধা করছেন ওটিটি সাবস্ক্রিপশনের কথা ভেবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলি যে ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা দেয়, তা কি আর বিএসএনএল-এ পাওয়া যাবে? কিন্তু, জিও, এয়ারটেল বা অন্য কোনও ফাইবার ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করেন যাঁরা, তাঁরা জেনে অবাক হবেন বিএসএনএল-ও জি৫ (ZEE5), সোনিলিভ (SonyLIV), ইয়াপটিভি (YuppTV), ডিজনি+হটস্টার (Disney+Hotstar), শিমারু (Shemaroo), হাঙ্গামা (Hungama), লায়ন্সেট প্লে (Lionsgate Play) এবং এপিক অন (EPIC ON)-এর মতো ওটিটি প্ল্যাটফর্মুলির সাবস্ক্রিপশনের সুবিধা দেয়।
এর পাশাপাশি, বিএসএনএল-এর ওটিটি প্ল্যানগুলি স্বতন্ত্র প্ল্যান হিসেবেও গ্রহণ করা যায়। অর্থাৎ, ব্রডব্যান্ড সংযোগ না নিয়েও, শুধুমাত্র ওটিটি সাবস্ক্রিপশন প্রয়োজন যাদের, তারা তাদের প্রয়োজন অনুযায়ী প্ল্যানগুলি বেছে নিতে পারেন। এই পরিষেবাটির নাম, বিএসএনএল সিনেমা প্লাস (BSNL Cinema Plus)। সর্বনিম্ন ৪৯ টাকা থেকে শুরু হয় এই পরিষেবার প্ল্যান। আর সর্বোচ্চ প্ল্যানটি নিতে লাগে ২৫০ টাকা। বেসরকারি টেলিকম সংস্থাগুলির কারো এই ধরণের স্ট্যান্ড অ্যালোন বা স্বতন্ত্র প্ল্যান নেই।
বিএসএনএল সিনেমা প্লাসের সুবিধা –
– ব্রডব্যান্ড সংযোগ ছাড়াই এটি একটি স্বতন্ত্র পরিষেবা
– পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, স্মার্ট টিভি-সহ যে কোনও ডিভাইসে যে কোনও সময় এই পরিষেবা ব্যবহার করা যায়
– জি৫, সোনিলিভ, ইয়াপটিভি, ডিজনি+হটস্টার, শিমারু, হাঙ্গামা, লায়ন্সেট প্লে এবং এপিক অন – এই ওটিটি প্ল্যাটফর্মগুলির সুবিধা পাওয়া যায়
বিএসএনএল ৪৯ টাকার সিনেমা প্লাস প্ল্যান
– এই প্ল্যানের মূল্য ৪৯ টাকা
– এতে শিমারু, হাঙ্গামা, লায়ন্সগেট প্লে, এবং এপিক অন – এই চারটি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়
বিএসএনএল ১১৯ টাকার সিনেমা প্লাস প্ল্যান
– এই প্ল্যানটির মূল্য ১১৯ টাকা
– এতে জি৫ প্রিমিয়াম, সোনিলিভ প্রিমিয়াম, ইয়াপটিভি এবং ডিজনি+হটস্টার-এর অ্যাক্সেস পাওয়া যায়
বিএসএনএল ২৪৯ টাকার সিনেমা প্লাস প্ল্যান
– এই প্ল্যানটির মূল্য ২৪৯ টাকা
– এতে জি৫ প্রিমিয়াম, সোনিলিভ প্রিমিয়াম, আয়পটিভি, শিমারু, হাঙ্গামা, লায়ন্সগেট এবং ডিজনি+হটস্টার-এর অ্যাক্সেস পাওয়া যায়