BSNL-এর 5G পরিষেবার নামকরণ কে করছে জানেন

BSNL: এখন সংস্থাটি 5G পরিষেবার ট্রায়াল শুরু করতে চলেছে, যাতে এটি বেসরকারি টেলিকম কোম্পানি Airtel, Jio এবং Vodafone Idea কে চ্যালেঞ্জ করতে পারে।

BSNL-এর 5G পরিষেবার নামকরণ কে করছে জানেন

Jun 14, 2025 | 10:56 PM

নয়া দিল্লি: দেশের একাধিক টেলিকম কোম্পানি 5G ইন্টারনেটও সরবরাহ করা শুরু করেছে। তবে সরকারি টেলিকম সংস্থা BSNL এখনও 5G পরিষেবা প্রস্তুতি নিচ্ছে। আর BSNL-এর সেই 5G পরিষেবার নাম কী হবে? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

BSNL-এর তরফ থেকে 5G পরিষেবার জন্য সাধারণ মানুষকে নাম সুপারিশ করতে বলেছিলেন। গত ১৩ জুন বিকেল ৫ টার মধ্যে এক্স-এ একটি পোস্টে নাম পাঠানোর কথা বলা হয়েছিল। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে কী নাম হবে, তা এখনও সামনে আসেনি।

BSNL তার 4G পরিষেবার জন্য পুরোপুরি দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করেছে। সেই কারণেই এই সংস্থাকে 4G পরিষেবার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এখন সংস্থাটি 5G পরিষেবার ট্রায়াল শুরু করতে চলেছে, যাতে এটি বেসরকারি টেলিকম কোম্পানি Airtel, Jio এবং Vodafone Idea কে চ্যালেঞ্জ করতে পারে।

কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি জানিয়েছেন বিএসএনএল-এর আরও নতুন টাওয়ার স্থাপন করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ১ লক্ষ নতুন ৪জি মোবাইল টাওয়ার স্থাপন করা হবে।