
কলকাতা: প্রবল গরমে এসি ছাড়া টেকা দায়! কিন্তু এসি কিনতে পকেটে পড়ে টান। তার উপর বিদ্যুতের বিলও বাড়তে থাকে চড়চড় করে। সাধারণ মধ্যবিত্তের পক্ষে সেই বিল মেটানো অনেক সময় কঠিন হয়ে ওঠে। এবার বাজারে এসেছে এমন একটি বিকল্প, যা কিনতেও খরচ হবে কম, বিলও উঠবে না বেশি।
Amazon India থেকে মাত্র ১,২৯৯ টাকায় কেনা যাবে এই পোর্টেবল এসি। এটি কেনার ক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের অফারও রয়েছে। অ্যামাজন-এ দেওয়া তথ্য অনুযায়ী, এই এসি-টি সঠিকভাবে কাজ না করলে ১০ দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে।
ট্রিডিও কোম্পানির এই মিনি পোর্টেবল এসি ফ্যানটি টেবিলের উপরেই রাখা যেতে পারে। এর জন্য দেওয়ালে কিছু করার দরকার নেই। এতে বেশি শব্দ হয় না, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়। রয়েছে LED আলো। যে কোনও জায়গায় বহন করা যেতে পারে এই এসি।
সংস্থার দাবি, এই ফ্যান এসি-টি কর্ডলেস হিসেবেও ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ লাগবে না কোনও বিদ্যুৎ সংযোগ। USB চার্জিং দেওয়ার সুবিধাও থাকছে এতে। বাড়ি, অফিস, রান্নাঘর- যে কোনও জায়গা ব্যবহার করা যেতে পারে সহজেই।
টাচ করলেই চলবে এই পোর্টেবল ফ্যান এসি। এতে রয়েছে জলের ট্যাঙ্ক এবং ফিল্টার, যা পরিষ্কার করা যায় সহজেই। থাকছে ১৫ বছরের ওয়ারান্টি। অর্থাৎ ১৫ বছর কোনও চিন্তা করতে হবে না।