
কলকাতা: সোমবারই কি তবে দালাল স্ট্রিটে নতুন করে গতি পাবে রেলে শেয়ারগুলি? কেন্দ্রের ঘোষণার পর থেকে এমনই প্রত্যাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মনে। শুক্রবার মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে রেলের ১৮ হাজার কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানাচ্ছেন, এই চারটি প্রোজেক্টের আওতায় দেশের মোট তিন রাজ্য যথাক্রমে, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তীসগঢ়ে মাল্টি ট্র্যাক তৈরির কাজ পরিচালনা করবে রেলমন্ত্রক। যার জন্য ইতিমধ্য়েই ১৮ হাজার ৬৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই প্রোজেক্টগুলির মাধ্যমে দেশের মোট ১ হাজার ২৪৭ কিলোমিটার পথে মাল্টি-ট্র্যাক তৈরি করবে রেল।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানাচ্ছেন, এই প্রকল্পগুলির মাধ্যমে ওড়িশা-সহ বাংলার কিছু গুরুত্বপূর্ণ রেল রুট, যেমন পারাদ্বীপ, সম্বলপুর, হাওড়া-মুম্বই রুটে যানজট কমাতে উন্নয়নযজ্ঞ চালাবে রেল। যা দিনশেষে বাড়তি তিন কোটি চাকরিও তৈরি করবে। এই চার প্রোজেক্ট প্রসঙ্গে মন্ত্রিসভা তরফে জানানো হয়েছে, ‘আরও ট্র্য়াক তৈরি ও উন্নয়নের মধ্যে দিয়ে আগের তুলনায় আরও বেশি গতিশীল হবে ট্রেনগুলি। বাড়বে দক্ষতা। কমবে যানজটও।’
উল্লেখ্য, ট্রাম্পের ‘শুল্কাঘাতে’ ধুঁকছে ভারতীয় শেয়ার বাজার। ধুঁকছে একাধিক সরকারি স্টকগুলিও। এমন পরিস্থিতিতে কি রেলে বাড়তি বিনিয়োগ নতুন করে অক্সিজেন জোগাবে শেয়ার বাজারে? বর্তমানে ৩৫১ প্রতি শেয়ারের দরে বিকোচ্ছে RVNL। নতুন বিনিয়োগের হাত ধরে সোমবার কি তবে শঙ্কার বাজারে একটু হলে ‘হাওয়া বদল’ করবে তারা? প্রশ্ন তুলছে একাংশ।