নয়া দিল্লি: চাল-ডাল-সবজির প্রবল দামে মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত। প্রতিদিন ন্যুনতম খাবার জোগাড় করাটাও হয়ে পড়েছে ব্যয় সাপেক্ষ। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ করেছে। সস্তায় চাল-ডাল কেনার ব্যবস্থা করে দিয়েছে।
গত বছর থেকে সস্তায় আটা, চাল ও ডাল বিক্রি শুরু করেছে মোদী সরকার। নাম দেওয়া হয়েছে ‘ভারত ব্র্যান্ড’। আরও বেশি মানুষের কাছে সেই সস্তার চাল-ডাল পৌঁছে দিয়ে সরকার এবার এখন খুচরো চেইনের মাধ্যমে সেগুলি বিক্রির প্রস্তুতি নিচ্ছে।
শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্সের সঙ্গে কথা বলছে কেন্দ্র। ভারত ব্র্যান্ডের পণ্য এবার থেকে বিক্রি করা হবে অম্বানীর রিটেল চেইনের মাধ্যমে।
ইকনমিক টাইমস-এর প্রতিবেদন আনুযায়ী, ভারত ব্র্যান্ডের পরিধি আরও বাড়াতে এই ব্র্যান্ডটিকে খুচরো চেইনের মাধ্যমে বিক্রি করতে চায় সরকার। তাই অম্বানীর সংস্থা ‘রিলায়েন্স রিটেলে’র সঙ্গে যোগাযোগ করছে।
এর আগেও, ভারত ব্র্যান্ডের চাল, ডাল এবং আটা সাময়িকভাবে জিও মার্ট, অ্যামাজন এবং বিগ বাস্কেট সহ বিভিন্ন ই-কমার্স সংস্থার প্ল্যাটফর্মে বিক্রি করা হয়েছিল। এবার দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটছে কেন্দ্র। প্রথমবারের মতো খুচরো দোকানে এই ব্র্যান্ড বিক্রি করতে চায়। যদিও এই বিষয়ে রিলায়েন্স বা ডিমার্টের পক্ষ থেকে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, রিলায়েন্সের সারা দেশে খুচরা দোকানগুলির একটি দীর্ঘ চেইন রয়েছে। দেশের বিভিন্ন শহরে মোট ১৮হাজারেরও বেশি রিলায়েন্স স্মার্ট মার্কেট রয়েছে। এর বাইরে Jio Mart-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। যদি এই চুক্তি করা হয় তাহলে ভারত ব্র্যান্ডের আটা, ডাল এবং চাল দেশের প্রতিটি কোণায় উপলব্ধ হবে। বর্তমানে, ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অব ইন্ডিয়া এবং NAFED তাদের আউটলেট এবং মোবাইল স্টোরে এই পণ্য বিক্রি করে।