নয়া দিল্লি: দ্রুতহারে বাড়ছে কফি রফতানি। বর্তমানে অর্থবর্ষে ৪০ শতাংশ বেড়ে গিয়েছে রফতানির হার। গত বছর যেখানে রফতানি হয়েছিল ১.১০ বিলিয়ন ডলারের, এবার তা ১.৫৪ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বাণিজ্য মন্ত্রকের শেষ দেওয়া তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি ২২ শতাংশ বেড়ে গিয়েছে রফতানি।
২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল থেকে ফেব্রুয়ারির মধ্য়ে রফতানি ৪৩.৩৭ শতাংশ বেড়ে হয়েছে ১৩০০৪.৭৫ কোটি টাকার। গত বছর ৯০৭০ কোটির রফতানি হয়েছিল। কেন্দ্রের দেওয়া তথ্য আরও বলছে,ভারতের কফি সবথেকে বেশি রফতানি হয় ইতালিতে। মোটি রফতানি হওয়া কফির মধ্যে ১৯.০১ শতাংশ যায় সে দেশে, জার্মানিতে যায় ১২.৪২ শতাংশ, রাশিয়া ও বেলজিয়ামে যায় ৫.৭৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরশাহীতে যায় ৫.৫৫ শতাংশ।
কফি বোর্ডের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ৮৫,৭০০ টন কফি রফতানি করা হয়েছে। জানা যাচ্ছে, ভারতের হালকা, প্রিমিয়াম স্বাদের কফির চাহিদা বাড়ছে ইউরোপে।
আরাবিকা শিপমেন্ট চলতি বছরে ১৭ মার্চ পর্যন্ত যা কফি বহন করেছে, তা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। গত বছর যেখানে ১৭,০২১ টন কফি বহন করা হয়েছিল, এবার সেখানে ১০,৩৬৫ টন কফি বহন করা হয়েছে।