LPG Gas Price Drops: একেবারে মোক্ষম ছাড়! কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার কিনতে এবার কত খরচ?

LPG Gas Price Drops: এপ্রিল মাসে কমেছিল ৪১ টাকা। জুন মাসে ২৪ টাকা ছাঁটাই করেছিল কেন্দ্র। ফেব্রুয়ারি ৭ টাকা দাম কমানোর পর মার্চেই আবার ৬ টাকা দর বেড়েছিল সিলিন্ডারের।

LPG Gas Price Drops: একেবারে মোক্ষম ছাড়! কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার কিনতে এবার কত খরচ?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Jul 01, 2025 | 10:07 AM

নয়াদিল্লি: মাসের শুরুতেই সুখবর। কমল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৫৮ টাকা ছাঁটাই করল কেন্দ্র। তবে এই ঘোষণায় কিন্তু আপনার রান্না ঘরের খরচ কমবে না। সেখানে যা পরিস্থিতি আছে, তাই থাকবে। কিন্তু কেন? রান্নার গ্যাসের দাম কমছে, এদিকে খরচ কমা বঞ্চিত থাকবে হেঁশেল?

জানা গিয়েছে, শুধুমাত্র বাণিজ্যিক বা রেস্তোরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাসে ক্ষেত্রে আপাতত এই বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়ির রান্নার গ্যাসের দাম যা ছিল, তাই থাকছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসে মোট ৫৮.৫০ টাকা ছাঁটাইয়ের ঘোষণা করেছে। যার জেরে দিল্লির বুকে আগে যেখানে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি দর ছিল ১৭২৩ টাকা। তা কমে নেমে এসেছে ১৬৬৫ টাকায়।

কলকাতাতে গতকাল পর্যন্ত ১৯ কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৮০২ টাকা। যা এবার ছাঁটাই পর এসে ঠেকেছে ১৭৪৪ টাকায়। চলতি বছরের শুরু থেকে মোট তিন বার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এপ্রিল মাসে কমেছিল ৪১ টাকা। জুন মাসে ২৪ টাকা ছাঁটাই করেছিল কেন্দ্র। ফেব্রুয়ারিটাকা দাম কমানোর পর মার্চেই আবারটাকা দর বেড়েছিল সিলিন্ডারের

বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের কী হাল?

মঙ্গলে বাড়িতে রান্নার গ্যাসের দাম কমা-বাড়া নিয়ে কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপাতত অপরিবর্তিত থাকছে মধ্যবিত্তের হেঁশেলের খরচ। এদিকে পরিসংখ্যান বলছে, দেশে ৯০ শতাংশ এলপিজি বা রান্নার গ্যাস ব্যবহারকারী সিলিন্ডার কিনে থাকেন বাড়ির জন্য। ১০ শতাংশ ব্যবহারকারী কেনেন বাণিজ্যিক কাজে। সেখানে এই নিয়ে তিন দফায় বাণিজ্যিক স্তরে সিলিন্ডারের দাম কমলেও, বাড়ির রান্নার গ্যাসে এক দফাও দর ছাঁটাই দেখা গেল না।