কোভিডে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১২০০ ব্যাঙ্ককর্মীর, চাঞ্চল্যকর রিপোর্ট

arunava roy

arunava roy |

Updated on: May 16, 2021 | 10:10 PM

প্রচুর মানুষ (Man) প্রতিদিন (Daily) আক্রান্ত হচ্ছেন

কোভিডে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১২০০ ব্যাঙ্ককর্মীর, চাঞ্চল্যকর রিপোর্ট

করোনার (Covid) দাপটে বেসামাল ভারত (India)। লাফিয়ে বাড়ছে মৃত্যু। প্রচুর মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। দেশের ১০০০ জনের বেশি ব্যাঙ্ক কর্মী করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। সংক্রমিত বহু। শনিবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস নাগারঞ্জন এক সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা ইতিমধ্যে এক হাজারেরও বেশি সহকর্মীকে হারিয়েছি। ব্যাঙ্কের কর্মীরা ফ্রন্টলাইন কর্মী। তাই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।”

সারা বিশ্বে করোনা ভাইরাস দ্রুতই ছড়িয়ে পড়ছে। মৃত্যু হচ্ছে বহু মানুষের। ভারতে নানা জায়গায় লকডাউন জারি হলেও কিছু ক্ষেত্র বিশেষে নানা প্রতিষ্ঠান খোলা থাকছে। জরুরি পরিষেবায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে ব্যাঙ্কর্মীদের অফিসে যাতায়াত করতে হচ্ছে। এতেই সংক্রমণ বেড়েছে। যদিও নানা ব্যাঙ্ক ইতিমধ্যেই ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের অনুমতি দিয়েছে। তবু যেন করোনাকে রোধ করা যাচ্ছে না।

অল ইন্ডিয়া ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচালাম এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ১,২০০ কর্মচারী মারা গিয়েছেন। যদিও মৃতর পরিবার এখনও যথার্থ ক্ষতিপূরণ পায়নি।

শুক্রবার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ফেডারেল সরকারের প্রবীণ আমলা দেবাশিস পাণ্ডা কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যাঙ্ক কর্মীদের টিকার ক্ষত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছে। ভারতে এখন ভ্যাকসিনের মারাত্মক ঘাটতি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আনুমানিক আড়াই বছর সময় লাগবে বলে জানা গিয়েছে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla