নতুন বছরেই আরও বেতন বাড়ছে সরকারি কর্মীদের? DA বৃদ্ধি নিয়ে রইল বড় আপডেট

DA Hike: মহার্ঘ ভাতা বা ডিএ ৫০ শতাংশ বৃদ্ধি পেলেই একাধিক ভাতা বাড়ানোর সুপারিশ করে সপ্তম পে কমিশন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই ১৩টি ভাতায় ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

নতুন বছরেই আরও বেতন বাড়ছে সরকারি কর্মীদের? DA বৃদ্ধি নিয়ে রইল বড় আপডেট
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Dec 12, 2024 | 1:13 PM

নয়া দিল্লি: বছর শেষে অনেক প্রত্য়াশা নিয়ে অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সরকার যদি ডিএ বৃদ্ধির ঘোষণা করে। নতুন বছরেই তাহলে একধাক্কায় অনেকটা বাড়বে বেতন। চলতি বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। ডিএ বেড়ে ৫৩ শতাংশে পৌঁছয়। ডিএ ৫০ শতাংশ বেড়ে গেলেই সরকারি কর্মীরা একাধিক অতিরিক্ত সুযোগ-সুবিধা পান।

মহার্ঘ ভাতা বা ডিএ ৫০ শতাংশ বৃদ্ধি পেলেই একাধিক ভাতা বাড়ানোর সুপারিশ করে সপ্তম পে কমিশন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই ১৩টি ভাতায় ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে আরও দুই ভাতা, নার্সিং অ্যালাওয়েন্স ও ক্লোথিং অ্যালাওয়েন্সও বাড়ানো হয়।

সমস্ত কেন্দ্রীয় সরকারি, সরকার অধীনস্থ হাসপাতাল ও প্রতিষ্ঠানে এই ভাতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। নার্সিং অ্যালাওয়েন্স ও ক্লোথিং অ্যালাওয়েন্স ২৫ শতাংশ করে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

অষ্টম পে কমিশন কবে তৈরি হবে?

সাধারণত ১০ বছর অন্তর কেন্দ্রীয় পে কমিশন তৈরি করা হয়। এই পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, ভাতা বৃদ্ধির সুপারিশ করে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন মনমোহন সিং সপ্তম পে কমিশন গঠন করা হয়েছিল। ২০১৫ সালে সপ্তম পে কমিশন সুপারিশ করে এবং তা ২০১৬ সালে তা কার্যকর হয়।