India-Pakistan Tension: ভারত-পাকিস্তানের ‘যুদ্ধ’ আবহে পালে হাওয়া পেল দালাল স্ট্রিট, চড়চড়িয়ে বাড়ল প্রতিরক্ষা শেয়ারের দর
India-Pakistan Tension: পহেলগাঁওকে ঘিরে যখন বাড়তে শুরু করেছে উত্তেজনার আঁচ। সেই আবহে নিফটি ডিফেন্স ইনডেক্স বাড়ল ৪.৫ শতাংশ। দাম বাড়ল পরাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজির।

কলকাতা: সোমবার তুলনামূলক ভালই বাড়ল শেয়ার বাজার। এদিন বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত গোটা দিনে ১ হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাশাপাশি, নিফটি ৫০ বাড়ল মোট ২৮৯ পয়েন্ট। দিন কতক আগেই ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া অশান্তির প্রভাব পড়েছিল শেয়ার বাজারে। এক ধাক্কায় খানিক পড়েছিল সেনসেক্স ও নিফটি ৫০। কিন্তু আবহ যখন গুরুতর হচ্ছে, এবার সেই সময়েই দাম বাড়ল প্রতিরক্ষা শেয়ারগুলির।
পহেলগাঁওকে ঘিরে ইতিমধ্যে গরম হতে শুরু করেছে দেশের আবহ। সেই সময়েই ৪.৫ শতাংশ বাড়ল নিফটি ডিফেন্স ইনডেক্স। দাম বাড়ল পরাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস এবং ডেটা প্য়াটার্নসের।
সোমবার মোট ৯ শতাংশ দাম বেড়েছে পরাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের মোট দাম হয়েছে ১ হাজার ১৬৭ টাকা। এছাড়াও গার্ডেনরিচ শিপবিল্ডার্সের দাম বেড়েছে ৯.১৭ শতাংশ। যার জেরে এই সংস্থার প্রতিটি শেয়ারের দর পৌঁছে গিয়েছে ১ হাজার ৭৪৭ টাকা। ডেটা প্যাটার্নস ৮.১৭ শতাংশ।
এছাড়াও, ভারত ইলেকট্রনিকস লিমিটেড, যা এই ডিফেন্স সেক্টরের অন্যতম সরকারের আওতায় থাকা স্টক। সোমবার তারও দাম বেড়েছে ৩.২৮ শতাংশ। যার বর্তমানে এই সংস্থার দর এসে ঠেকেছে ৩০৭ টাকায়। ওয়াকিবহাল মহল বলছে, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বারংবার হুঁশিয়ারির পরেই দেশজুড়ে যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে, তাতেই পালে হাওয়া পেয়েছে এই প্রতিরক্ষা শেয়ার।

