Rekha Gupta: কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার LIC! দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন…

Avra Chattopadhyay |

Feb 20, 2025 | 1:43 PM

Rekha Gupta: নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া সম্পত্তির খতিয়ান অনুযায়ী, LIC-তে মোট ৫৩ লক্ষ টাকার যৌথ বিনিয়োগ রয়েছে তাঁদের। এছাড়াও, শেয়ার বাজারেও ৯ লক্ষ টাকার অধিক বিনিয়োগ রয়েছে তাঁদের।

Rekha Gupta: কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার LIC! দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন...
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: ২৭ বছর পর দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। আপের দূর্গ ভেঙে রাজধানী এখন পদ্ম শিবিরের দখলে। বৃহস্পতিবার দুপুরে শপথবাক্য পাঠ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। মন্ত্রিসভার ছ’জন সদস্য-সহ রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে শপথপাঠ করলেন রেখা।

প্রথমবার বিধায়ক হয়েই মুখ্য়মন্ত্রীর দৌড় থেকে দিল্লি বিজেপির দাপুটে নেতাদের সরিয়ে ‘জ্যাকপট’ পেয়েছেন রেখা। তবে নির্বাচনে এই প্রথমবার তিনি নেমেছেন এমনটা কিন্তু নয়। এর আগে বিধায়ক না হলেও, তিন তিনবার পুরভোটে জয় লাভ করেছেন। এককালে দক্ষিণ দিল্লি পুরসভার মেয়রও হয়েছিলেন তিনি।

অবশ্য়, রাজনীতির আঙিনায় ‘জ্যাকপট’ লাভের পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও কিন্তু বিনিয়োগের মাধ্যমে ‘জ্যাকপট’ পেয়েছেন তিনি। ভোটে লড়ার আগে নিজের বিনিয়োগ ও সম্পত্তির তালিকা নির্বাচন কমিশনের কাছে পেশ করেন রেখা। যা দেখে আপাতত চক্ষু চড়কগাছ একাংশের।

নির্বাচন কমিশনের অধীনস্থ ওয়েবসাইট ‘মাই নেতা’র তথ্য অনুযায়ী, প্রায় ২৯ লক্ষ টাকার সোনা রয়েছে দিল্লির এই নতুন মুখ্যমন্ত্রীর কাছে। অবশ্য, এই মোট সোনার পুরোটাই কিন্তু রেখার নয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২২৫ গ্রাম সোনা রয়েছে রেখার কাছে, তাঁর স্বামীর মালিকানায় রয়েছে আরও ১৩৫ গ্রাম সোনা, যার মিলিত বাজার মূল্য ২৯ লক্ষ টাকার কাছাকাছি।

তবে শুধু সোনায় বিনিয়োগ করেই কিন্তু ক্ষান্ত হয়নি রেখা ও তাঁর স্বামী। LIC-তেও মোটা টাকা বিনিয়োগ রয়েছে এই দম্পতির। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া সম্পত্তির খতিয়ান অনুযায়ী, LIC-তে মোট ৫৩ লক্ষ টাকার যৌথ বিনিয়োগ রয়েছে তাঁদের। এছাড়াও, শেয়ার বাজারেও ৯ লক্ষ টাকার অধিক বিনিয়োগ রয়েছে তাঁদের।

স্থাবর সম্পত্তির খতিয়ান

নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির রোহিনীর সেক্টর ২৮-এ স্বামীর সঙ্গে ৫০ শতাংশের অংশীদারিত্বে একটি বাড়ি রয়েছে রেখার। এছাড়াও, শালিমার বাগেও একটি বাড়ি রয়েছে তাঁর। যার মিলিত মূল্য প্রায় ২.৬০ কোটি টাকা। কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী, স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৫.৩১ কোটি টাকার সম্পত্তির মালিক দিল্লির এই নতুন মুখ্যমন্ত্রী।

Next Article