
নয়াদিল্লি: আইনে পরিণত হয়েছে অনলাইন গেমিং বিল। তারপরেই যেন শিরে সংক্রান্তি দশা লেগেছে Dream 11, Winzo, Zupee-এর মতো বহু অ্যাপের। কেউ কেউ নিজেদের কার্য পরিচালনা বন্ধের কথা ঘোষণা করে দিয়েছেন। কেউ কেউ এখনও টিকে থাকার লড়াই চালাচ্ছেন। তবে অনলাইন ফ্য়ান্টাসি গেমিং দিয়ে সেই টিকে থাকা যাবে না। ভাবতে হবে বিকল্প। কারণ, সেই অপরাধের সাজা জেল-সহ ১ কোটি টাকা জরিমানা।
এই যেমন ড্রিম ১১, আইপিএল-এর মাস মানেই সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বিজ্ঞাপন। সেই হাজার হাজার কোটি টাকার কোম্পানি এই একটা আইনের কারণে নিজেদের পাততাড়ি গুটিয়ে নেবে? কেউ কেউ বলছেন, না। তারা নাকি বিকল্প খুঁজছে।
ব্যবসায়িক খবর সংক্রান্ত সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুযায়ী, পেইড বা ফ্য়ান্টাসি গেমসের পথ ছেড়ে এবার বিনিয়োগের পথে নামছে ড্রিম১১। সোনা, ফিক্সড ডিপোজিট, শেয়ার-সহ নানা বিনিয়োগ মাধ্যমকে এক ছাতার তলায় আনার কথা ভাবছে তারা। পাশাপাশি, ড্রিম১১ যে বন্ধ হয়ে যাবে এমনটা নয়। ওই অ্যাপও চলবে। সেখানে বিনামূল্যে নানা গেমস খেলতে পারবেন ইউজাররা।
নতুন অ্যাপের জন্য নাকি নাম ভেবে ফেলেছে ওই সংস্থা। বিনিয়োগের এই অ্যাপের তারা নাম দিয়েছে ‘ড্রিম মানি’। যেখানে ন্যূনতম ১০ টাকা থেকে কেউ নিজের বিনিয়োগ শুরু করতে পারবেন। ফিক্সড ডিপোজিট করা যাবে মাত্র ১ হাজার টাকায়। তাও আবার কোনও লক-ইন পিরিয়ড ছাড়াই।
এছাড়াও ড্রিম-মানিকে সেবি রেজিস্টার্ড অ্য়াপ হিসাবে চালু করতে চলেছে তারা। যার মাধ্যমে শেয়ার বাজার ব্রোকার বা দালাল হিসাবে কাজ করতে পারবে এই সংস্থা। সব মিলিয়ে নিজেদের টিকিয়ে রাখার জন্য ‘ফুল-অন’ অপারেশনে নেমে পড়েছে এই সংস্থা। তবে প্রতিদ্বন্দ্বীও রয়েছে অনেক।