এক পয়সাও লাগবে না, বাড়ির মেয়ে-বউদের প্রতি মাসে ৭ হাজার টাকা দেবে LIC

LIC Yojana: সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রথম তিন বছরই এই ভাতা পাওয়া যাবে। যার মধ্য়ে প্রথম বছর প্রতি মাসে মিলবে ৭ হাজার টাকা। কাজ ভাল হলে তাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

এক পয়সাও লাগবে না, বাড়ির মেয়ে-বউদের প্রতি মাসে ৭ হাজার টাকা দেবে LIC
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Aug 03, 2025 | 5:23 PM

নয়াদিল্লি: প্রতিমাসে LIC থেকে আয় হবে ৭ হাজার টাকা। তবে সবার জন্য নয়। এই সুবিধা পাবেন শুধুই মেয়েরা। নাম LIC বিমা সখী যোজনা। কিন্তু হঠাৎ করে ৭ হাজার টাকা করে কেন দিতে এই জীবন বিমা সংস্থা?

জানা গিয়েছে, দেশের প্রান্তিক মেয়ে-বউদের স্বনির্ভর করতেই এই উদ্যোগ নিয়েছে জীবন বিমা সংস্থা LIC। যার আওতায় নির্বাচিত মহিলাদেরই LIC এজেন্ট হিসাবে ট্রেনিং দেবে তারা। তারপর তাদের পাঠানো হবে নিজেদের গ্রাম ও এলাকায় বিমা সংক্রান্ত সচেতনতা ও মানুষকে বিমা-মুখী করার কাজে। আর এই কাজের বিনিময়ে প্রতিমাসে মিলবে ভাতা।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রথম তিন বছরই এই ভাতা পাওয়া যাবে। যার মধ্য়ে প্রথম বছর প্রতি মাসে মিলবে ৭ হাজার টাকা। কাজ ভাল হলে তাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

কিন্তু কারা এই বিমা সখী হওয়ার কাজে যোগ দিতে পারবেন? সংস্থা তরফে জানান হয়েছে, ১৮ থেকে ৭০ বছর পর্যন্ত প্রতিটি মহিলাই এই কাজে যোগ দিতে পারবেন। তবে তাদের পরিবারের কেউ যদি আগে থেকে LIC এজেন্ট বা কর্মী হন বা আগে LIC-তে কাজ করেছেন সেই ক্ষেত্রে বাঁধা রয়েছে। এক কথায় এই প্রকল্প দেশের প্রান্তিক মহিলাদের জন্যই।