নয়া দিল্লি: PAN 2.0 ঘোষণা হওয়ার পর এবার কেন্দ্রীয় সরকার আরও এক বদলের পথে কেন্দ্রীয় সরকার। এবার EPFO 3.0 চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। বর্তমানে যাঁদের পিএফ অ্যাকাউন্ট আছে, তাঁদের জন্য নতুন বৈশিষ্ট্য থাকবে বলে জানা যাচ্ছে। আর তাতে উপকৃত হবেন লক্ষ লক্ষ গ্রাহক।
কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)’ প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) কর্মচারীদের অবদানের ১২ শতাংশের সীমা তুলে দিতে পারে। অর্থাৎ তার থেকে বেশিও দিতে পারেন কোনও কর্মী। এছাড়া পিএফ অ্যাকাউন্টধারীরা এটিএম থেকে সরাসরি পিএফ তোলার সুযোগও দেওয়া যেতে পারে।
সংস্থা তথা নিয়োগকর্তার অবদান বেসিক বেতনের উপর ভিত্তি করে থাকবে, যার ফলে সিস্টেমে স্থিতিশীলতা বজায় থাকে। তবে এই প্রস্তাব আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। সরকারের মূল লক্ষ্য হল কর্মীদের সঞ্চয়ে আরও বেশি উৎসাহিত করা এবং অর্থের উপর আরও নিয়ন্ত্রণ রাখা।
2025 সালের মাঝামাঝি চালু হতে পারে নতুন পদ্ধতি। রিপোর্ট বলছে, শ্রম মন্ত্রক এটিএম থেকে পিএফ তোলা শুরু করার জন্য কার্ড ইস্যু করার কাজও শুরু করে দিয়েছে। ২০২৫ সালের মে-জুন মাসের মধ্যে চালু হতে পারে সেই এটিএম। বর্তমানে, কর্মচারীদের অবদানের সম্পূর্ণ ১২ শতাংশ পিএফ অ্যাকাউন্টে যায়।