Steel Man of India Passes Away : প্রয়াত ‘স্টিল ম্যান অব ইন্ডিয়া’, ৮৫ বছর বয়সে চলে গেলেন টাটা স্টিলের প্রাক্তন এমডি জামশেদ ইরানি
Steel Man of India Passes Away : মারা গেলেন টাটা স্টিলের প্রাক্তন এমডি জামশেন ইরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
রাঁচি: মারা গেলেন স্টিল ম্যান অব ইন্ডিয়া (Steel Man of India)। সোমবার রাতে জামশেদপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা স্টিলের (Tata Steel) প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জামশেদ জে ইরানি (Jamshed J Irani)। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে টাটা স্টিলের তরফে টুইটে শোক জ্ঞাপন করা হয়েছে।
টাটা স্টিলের তরফে টুইটে লেখা হয়েছে, ‘পদ্মভূষণপ্রাপ্ত ডঃ জামশেদ জে ইরানির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। স্টিল ম্যান অব ইন্ডিয়া হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা।’ চার দশকের বেশি সময় ধরে টাটা স্টিলের সঙ্গে যুক্ত ছিলেন ইরানি। ৪৩ বছর কাজ করার পর ২০১১ সালের জুন মাসে তিনি টাটা স্টিলের বোর্ড থেকে অবসর নেন। টাটা স্টিলে কর্মরত থাকাকালীন তাঁর হাত এই সংস্থা বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে।
১৯৩৬ সালের ২ জুন মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন জামশেদ জে ইরানি। নাগপুরের সায়েন্স কলেজ থেকে ১৯৫৬ সালে বি.এসসি পাস করেন জামশেদ জি। তারপর ১৯৫৮ সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে এম.এসসি পাস করেন। তারপর তিনি জে এন টাটা স্কলার হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডে পড়াশোনা করতে যান। সেখান থেকে তিনি ১৯৬০ সালে ধাতুবিদ্যায় (Metallurgy) স্নাতকোত্তর করেন। এবং এই একই বিষয়ে ১৯৬৩ সালে পিএইচডি করেন। তারপর ১৯৬৮ সালে ভারতে ফিরে আসেন তিনি। দেশে ফিরেই টাটা স্টিলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টরের সহকারী পদে নিযুক্ত হন।
তারপর দীর্ঘ ৪৩ বছর টাটা স্টিলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। টাটার সঙ্গে কর্মজীবনে তিনি টাটা স্টিলকে আন্তর্জাতিক স্তরে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। ১৯৯২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। এর সঙ্গে টাটা গোষ্ঠীর আরও অন্যান্য সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স পদে ছিলেন তিনি। ১৯৯৭ সালে তিনি সাম্মানিক নাইটুড পান। তারপর ২০০৮ সালে ভারত সরকারের তরফে তাঁকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয়। তারপর দীর্ঘ ৪৩ বছর কাজ করার পর তিনি ২০১১ সালের জুন মাসে টাটা স্টিলের বোর্ড থেকে তিনি অবসর নেন।