
নয়া দিল্লি: দোল বা হোলি শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ মেতে ওঠে এই উৎসবে। এই উৎসবের সময় অনেকেই বাড়ি ফেরেন, অনেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনাও করে থাকেন। এবার সেই ভ্রমণের জন্য ‘ইন্ডিগো এয়ারলাইন্স’ নিয়ে এসেছে দুর্দান্ত অফার। দেশের অন্যতম বড় এই বিমান সংস্থা ‘ইন্ডিগো’ হোলির সময় বিশেষ ছাড় দিচ্ছে।
মাত্র ১,১৯৯ টাকায় বিমানে ভ্রমণ করা যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। ইন্ডিগো তাদের এই ছাড়ের নামকরণ করেছে “হোলি গেটওয়ে সেল”। গ্রাহকদের সমস্ত ফ্লাইট বুকিংয়ের জন্য ছাড়ের পাশাপাশি অ্যাড-অন অফারও রয়েছে।
আগামী ১৭ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। বুকিং শুরু হচ্ছে ১০ মার্চ থেকে, চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। এই অফার চলাকালীন, একদিকের ভাড়া ১,১৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আন্তর্জাতিক রুটের জন্য ৪,১৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ভাড়া।
এছাড়াও আছে অ্যাড অন অফার। ডোমেস্টিক রুটে অতিরিক্ত লাগেজের উপর (১৫ কেজি, ২০ কেজি, ৩০ কেজি) ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং পছন্দের আসন নির্বাচনের উপর ৩৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। খাবারের উপর মিলবে ১০ শতাংশ ছাড়।