Flipkart Delivery: ফ্লিপকার্টে যে দিন অর্ডার, সেদিনই পাবেন ডেলিভারি, তবে একটাই শর্ত

Feb 02, 2024 | 6:30 AM

Flipkart Delivery: একাধিক শহরে চালু হবে এই পরিষেবা। তার মধ্যে রয়েছে কলকাতাও। এই পরিষেবা চালু করার জন্য বিপুল টাকাও খরচ করছে ফ্লিপকার্ট। প্রত্যন্ত এলাকাতেও যাতে এই পরিষেবা দেওয়া যায়, সেটাই চাইছেন সংস্থার কর্ণধারেরা। তবে রয়েছে একটাই শর্ত।

Flipkart Delivery: ফ্লিপকার্টে যে দিন অর্ডার, সেদিনই পাবেন ডেলিভারি, তবে একটাই শর্ত
ফ্লিপকার্ট

Follow Us

নয়া দিল্লি: দেশ জুড়ে কয়েক লক্ষ মানুষ ফ্লিপকার্টের গ্রাহক। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দিচ্ছে ওই সংস্থা। তবে যে দিন অর্ডার দেওয়া হয়, তার বেশ কয়েকদিন পরে হাতে পৌঁছয় জিনিস। কোনও জিনিসের জন্য ৭ দিন, কোনও জিনিসের জন্য ১০ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদি একই দিনে ডেলিভারি পাওয়া যায়, তাহলে তো খুশিই হবেন গ্রাহকেরা। এবার তাই গ্রাহকদের কথা মাথায় রেখে নয়া ব্যবস্থা চালু করতে চলেছে ওই ই কমার্স সংস্থা।

ফেব্রুয়ারি মাস থেকে ওই ব্যবস্থা চালু হতে চলেছে। একাধিক শহরে চালু হবে এই পরিষেবা। তার মধ্যে রয়েছে কলকাতাও। এছাড়া আমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, কোয়েম্বাটুর, নাগপুর, পুনে, পাটনা, রায়পুর, শিলিগুড়ি ও বিজয়ওয়াড়াতে দেওয়া হবে একই দিনে ডেলিভারি।

কোন কোন পণ্যের ক্ষেত্রে একই দিনে ডেলিভারি পাওয়া যাবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে ফ্লিপকার্টের তরফে। তার মধ্যে রয়েছে বই, মোবাইল, ইলেকট্রনিক্স, বাড়িতে ব্যবহারের নানা জিনিসপত্র।

এই পরিষেবা চালু করার জন্য বিপুল টাকাও খরচ করছে ফ্লিপকার্ট। প্রত্যন্ত এলাকাতেও যাতে এই পরিষেবা দেওয়া যায়, সেটাই চাইছেন সংস্থার কর্ণধারেরা। তবে রয়েছে একটাই শর্ত। দুপুর ১ টার আগে অর্ডার করতে হবে। তাহলেই মধ্যরাত বা রাত ১২ টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় পণ্য।

Next Article