Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Price Hike: চা-বিস্কুট থেকে তেল, দাম বাড়ছে সবকিছুরই, বছর শেষে বড় ধাক্কা মধ্যবিত্তের

FMCG Products: বছর শেষে বড় ধাক্কা। খরচ বাড়তে চলেছে মাসকাবারি পণ্যের। চা, বিস্কুট থেকে শুরু করে তেল, শ্যাম্পু, বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি পণ্যের দাম বাড়তে চলেছে।

Price Hike: চা-বিস্কুট থেকে তেল, দাম বাড়ছে সবকিছুরই, বছর শেষে বড় ধাক্কা মধ্যবিত্তের
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Nov 04, 2024 | 2:02 PM

নয়া দিল্লি: একে তো উৎসবের মরশুমে ব্যাপক খরচ হয়েছে। এবার বছর শেষেও বড় ধাক্কা। খরচ বাড়তে চলেছে মাসকাবারি পণ্যের। চা, বিস্কুট থেকে শুরু করে তেল, শ্যাম্পু, বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি পণ্যের দাম বাড়তে চলেছে।

জানা গিয়েছে, চলতি নভেম্বর মাস বা ডিসেম্বর মাস থেকেই চা, বিস্কুট, তেল, শ্যাম্পুর মতো পণ্যের দাম বাড়তে চলেছে। উৎপাদনের খরচ বাড়ায় এবং মূল্যবৃদ্ধির কারণে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এফএমসিজি পণ্য উৎপাদনকারী সংস্থাগুলির লাভের মার্জিন কমেছে।

পাশাপাশি এফএমসিজি পণ্য তৈরির কাঁচামাল, যেমন পাম তেল, কোকা বিন, কফির দাম বেড়েছে। সেই কারণেও আগামিদিনে দাম বাড়তে পারে। জানা গিয়েছে, শীঘ্রই এফএমসিজি কোম্পানিগুলি তাদের পণ্যগুলির দাম বাড়াতে চলেছে।

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড থেকে শুরু করে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, ম্যারিকো, আইটিসি, টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবসায় ব্যাপক হ্রাস হয়েছে। শহরে ভোগ্যপণ্য ব্যবহারের হার ৬৫ থেকে ৬৮ শতাংশ। সেই তুলনায় গ্রামে ৩০-৩২ শতাংশ বিক্রি হয়। তবে সেপ্টেম্বর ত্রৈমাসিকে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় বিক্রি তুলনামূলকভাবে বিক্রি হয়েছে।