Foreign Direct Investment: প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে নতুন মাইলফলক স্পর্শ ভারতের, সবচেয়ে বেশি বিনিয়োগ আসে কোন দেশ থেকে?

Dec 11, 2024 | 11:01 AM

Foreign Direct Investment: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগী হন মোদী। বিদেশি সংস্থাগুলির সঙ্গে বৈঠকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান। কেন্দ্রের তথ্য বলছে, ২০১৪ সাল থেকে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৬৬৭.৪ বিলিয়ন মার্কিন ডলার।

Foreign Direct Investment: প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে নতুন মাইলফলক স্পর্শ ভারতের, সবচেয়ে বেশি বিনিয়োগ আসে কোন দেশ থেকে?
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: ভারতে বিদেশি বিনিয়োগ বাড়াতে তৎপর কেন্দ্র। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসেই ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি সংস্থাগুলিকে ভারতে তাদের পণ্য উৎপাদনের আহ্বান জানান। তথ্য বলছে, ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ(এফডিআই) ক্রমশ বাড়ছে। ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক পেরিয়ে গিয়েছে।

ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেডের (ডিপিআইআইটি) তথ্য বলছে, গত প্রায় সাড়ে ২৪ বছরে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ১০৩৩.৪০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি আসে মরিশাস থেকে। ভারতে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রায় ২৫ শতাংশ এসেছে মরিশাস রুটের মাধ্যমে। এরপর রয়েছে সিঙ্গাপুর (২৪ শতাংশ)। অনেকটাই পিছনে রয়েছে আমেরিকা (১০ শতাংশ)। নেদারল্যান্ডস (৭ শতাংশ), জাপান (৬ শতাংশ), ব্রিটেন (৫ শতাংশ), সংযুক্ত আরব আমিরশাহী (৩ শতাংশ) এবং জার্মানি ও সাইপ্রাস থেকে ২ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ভারতে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগী হন মোদী। বিদেশি সংস্থাগুলির সঙ্গে বৈঠকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান। কেন্দ্রের তথ্য বলছে, ২০১৪ সাল থেকে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৬৬৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০০৪ থেকে ২০১৪ সালের বিনিয়োগের থেকে ১১৯ শতাংশ বেশি। ওই দশ বছর কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল।

এই খবরটিও পড়ুন

ভারতে বেশিরভাগ বিনিয়োগ আসে পরিষেবা বিভাগ, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়ার, টেলিকমিউনিকেশন, নির্মাণক্ষেত্র, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে। এক আধিকারিক বলেন, গত ১০ বছরে উৎপাদন ক্ষেত্রে ১৬৫.১ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। যা ২০০৪ থেকে ২০১৪ সালের এফডিআইয়ের চেয়ে ৬৯ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা মনে করছেন ভারতে বিনিয়োগ সুরক্ষিত। তাই ক্রমশ বিনিয়োগের আন্তর্জাতিক হাব হয়ে উঠছে ভারত।

 

Next Article