Adani News: বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি, কোন রাজ্যের হল ‘লক্ষ্মী লাভ’?
Adani News: এদিন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বেশ খানিকটা সময় অবধি চলে বৈঠক। এরপরই বাসভবন থেকে বেরিয়ে রাজ্যে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি।
রায়পুর: বিদ্যুৎ ও সিমেন্ট প্রোজেক্টের আওতায় ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। এদিন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁইয়ের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।
এদিন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বেশ খানিকটা সময় অবধি চলে বৈঠক। এরপরই বাসভবন থেকে বেরিয়ে রাজ্যে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি।
আদানি গোষ্ঠী সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ ও সিমেন্ট-সহ মোট দু’টি ক্ষেত্রে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে তারা। ছত্তীসগঢ়ের রায়পুর, করবা ও রায়গড় এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চলেছে তারা। যার খরচ হিসাবে ধার্য করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। এই তিনটি কেন্দ্রের মাধ্যমে সেই রাজ্যে বিদ্যুৎ তৈরির ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ১২০ মেগাওয়াট। বাকি ৫ হাজার কোটি টাকা খরচ করা হবে সিমেন্ট নির্মাণকারী কেন্দ্র তৈরিতে, এমনটাই খবর আদানি গোষ্ঠী সূত্রে।
শুধু তা-ই নয়, আগামী চার বছরে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য,স্কিল ডেভেলপমেন্ট ও পর্যটন খাতে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আদানি গোষ্ঠী। এমনকি, আগামী দিনে রাজ্যে প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত ডেটা সেন্টার তৈরি করা যেতে পারে কিনা সেই নিয়েও মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁইয়ের সঙ্গে শলা-পরামর্শ করেন গৌতম আদানি।