
নয়াদিল্লি: তিনি ভারতীয় দ্বিতীয় ধনী ব্যক্তি। কার্যত ধনকুবের। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা। কিন্তু সেই গৌতম আদানি বছরে কত টাকা বেতন নেন জানেন? সাধারণ ভাবে এই শিল্পপতিদের বার্ষিক বেতন নির্ভর করে সেই বছর কত আয় করেছে তার গোষ্ঠী। সেই ভিত্তিতেই প্রতি বছর পরিবর্তন হয় বেতনের অঙ্ক।
সাম্প্রতিককালে আদানি গোষ্ঠী প্রকাশিত বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে মোট ১০ কোটি ৪১ লক্ষ টাকা বেতন নিয়েছেন গৌতম আদানি। এই টাকার অঙ্ক শুনতে বিরাট লাগলেও, ভারতের অন্যান্য শিল্পপতিদের তুলনায় কিন্তু তা অনেকটাই কম।
করোনার পর থেকে ভারতের আরও এক ধনকুবের মুকেশ অম্বানি নিজের সংস্থা থেকে বেতন নেওয়া বন্ধ করেছেন। কিন্তু তার আগে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত বেতন নিতেন তিনি। সুনীল ভারতী মিত্তল, যিনি ভারতী এন্টারপ্রাইজের কর্তা। ২০২৩-২৪ অর্থবর্ষে মোট বেতন নিয়েছিলেন ৩২ কোটি টাকা। রাজীব বাজাজ, যিনি বাজাজ অটোর প্রতিষ্ঠাতা তিনি ২০২৪ অর্থবর্ষে নিজের সংস্থা থেকে ৫৩ কোটি টাকা বেতন নিয়েছিলেন।
তবে জানেন কি, শুধু অন্যান্য শিল্পপতিরাই নয়। আদানির থেকে বেশি টাকা বেতন পান তাঁর সংস্থায় কর্মরত কর্মীরাও। আদানি গোষ্ঠীর কর্মকর্তা বিনয় প্রকাশ বার্ষিক বেতন হিসাবে পান ৬৯ কোটি টাকা। যার মধ্যে ৪ কোটি টাকা ইন-হ্যান্ড স্যালারি ও বাকি ৬৫ কোটি টাকার সুযোগ-সুবিধা, ভাতা ইত্যাদি।
আদানির গ্রিন এনার্জি সংস্থার MD বিনীত এস জৈন বছরে ১১ কোটি টাকা বেতন নেন। এই গোষ্ঠীর CFO নেন বছরে ১০.৪ কোটি টাকা।