নয়া দিল্লি: সোনা বা রুপোর দাম হু হু করে কমছে। কয়েক হাজার টাকা দাম কমে গিয়েছে মাত্র এক মাসে। কিছুদিন আগেও যেখানে প্রতি কিলোগ্রাম রুপোর দাম প্রায় ১ লক্ষ টাকা ছুঁয়ে ফেলেছিল, সেই দাম এবার কমে নেমে গিয়েছে ৯০ হাজারের নীচে। সোনার দামও কমেছে অবিশ্বাস্যভাবেই। একধাক্কায় ৪.২৫ শতাংশ দাম কমে গিয়েছে সোনার।
সোনার দামও হু হু করে বাড়তে শুরু করেছিল। অনেকেই ভেবেছিলেন, ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এই হলুদ ধাতু। কিন্তু সেই দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। দেখা যাচ্ছে, এক মাসে সোনার দাম কমেছে প্রায় ৩২০০ টাকা আর রুপোর দাম কমেছে ৭৮০০ টাকা।
দামের এই পতনের কারণগুলো কী?
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে বহু গ্রামাঞ্চলে অনেক সমস্যা দেখা দেয়, অর্থনৈতিক ক্ষেত্রেও যার প্রভাব পড়ে। ফলে সোনার কেনার প্রবণতা কমেছে। এমনকী অনেকে নিজেদের বাড়িতে থাকা পুরনো সোনাও বিক্রি করে দিচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়া কিছু আন্তর্জাতিক কারণও রয়েছে। দেখা যাচ্ছে, চিন থেকে সোনার কেনার প্রবণতা কমেছে, ফলে চাহিদা কমেছে। এছাড়া আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে এক বছরে তিন বার। সেটাও সোনার দাম কমার অন্যতম কারণ।
মঙ্গলবার ফের কমেছে সোনার দাম। সোমবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১,৭৯১ টাকা। মঙ্গলবার সেটা কমে হয়েছে ৭১,৭১২ টাকা। এছাড়া, রুপোর দামও কমেছে এদিন। সোমবার যে দাম ছিল ৮৮,৯৯৯ টাকা, মঙ্গলবার সেটা কমে হয় ৮৮,৮৩৭ টাকা।
ঠিক কতটা দাম কমেছে সোনার?
গত ২০ মে সোনার দাম পৌঁছেছিল ৭৪,৭৭৭ টাকায়। আর আজ মঙ্গলবার সেই দাম কমে হয়েছে ৭১,৫৯০ টাকা। অর্থাৎ প্রায় ৩,১৮৭ টাকা বা ৪.২৮ শতাংশ দাম কমেছে। গত ২৯ মে রুপোর দাম বেড়ে হয়েছিল প্রতি কেজিতে ৯৬,৪৯৩ টাকা, মঙ্গলবার সেই দাম কমে হয় ৮৮,৬৬৭ টাকা। অর্থাৎ রুপোর দাম কমেছে ৭,৮২৬ টাকা বা ৮.১১ শতাংশ।