Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ! দেরি না করে এখনই কিনে ফেলুন গয়না

Gold-Silver Price: অর্থবর্ষের শেষ মাস চলছে। আর এই মাসের গোড়া থেকেই সস্তা সোনা। বিয়ের মরশুমেও ফের সোনার দাম কমেছে। ফলে বিয়ের জন্য হোক বা প্রিয়জনকে উপহার দেওয়া- আবার দাম বাড়ার আগে এখনই গয়না কিনে ফেলুন। আজ কলকাতায় সোনা ও রুপোর গয়নার কত দর জানুন।

Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ! দেরি না করে এখনই কিনে ফেলুন গয়না
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 05, 2024 | 8:39 AM

কলকাতা: বিয়ের মরশুম চলছে। আর এর মাঝেই এল সুখবর। ফের নিম্নমুখী সোনার দাম। চলতি সপ্তাহের গোড়াতেই পরপর দু-দিন সোনার দাম কমল। দাম কমেছে রুপোরও। ফলে বিয়ের জন্য হোক বা প্রিয়জনকে উপহার দেওয়া- আবার দাম বাড়ার আগে এখনই গয়না কিনে ফেলুন।

সোমবারের মতো আজ, ৫ মার্চ, মঙ্গলবারও কলকাতায় ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমেছে। ফলে ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮০ টাকা।

২৪ ক্যারটের মতো ২২ ক্যারটেরও ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমেছে। ফলে ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭৪০ টাকা।

এদিন ১৮ ক্যারটের সোনার দামও গতকালের তুলনায় ১০০ টাকা নেমেছে। ফলে ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬০ টাকা।

অন্যদিকে, রুপোর দাম নিম্মমুখী। সোনার মতো এদিন রুপোর দামেও ১০০ টাকা পতন হয়েছে। ফলে এদিন ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫০ টাকা।