AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Drop: এক ধাক্কায় ১ লক্ষের আশেপাশে নামতে পারে সোনার দাম, বিনিয়োগের ভাল সময় আসলে কোনটা?

Invest In Gold: ২৭ নভেম্বর ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকায়। কিন্তু সোনার এই দাম কতদিন এইভাবে বাড়তে থাকবে? ২০২৬ সালে কোথায় গিয়ে দাঁড়াবে সোনার দাম? বিশেষজ্ঞরাই বা কী বলছেন?

Gold Price Drop: এক ধাক্কায় ১ লক্ষের আশেপাশে নামতে পারে সোনার দাম, বিনিয়োগের ভাল সময় আসলে কোনটা?
ধপ করে পড়বে সোনার দাম! কত হবে?
| Updated on: Nov 27, 2025 | 3:13 PM
Share

গত কয়েকটা বছরে সোনার দাম বেড়েছে চড়চড়িয়ে। ২০২৫ সালের শুরু থেকে নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত প্রায় ৬৩ শতাংশ বেড়েছে এই মহামূল্যবান ধাতুর দাম। ২৭ নভেম্বর ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকায়। কিন্তু সোনার এই দাম কতদিন এইভাবে বাড়তে থাকবে? ২০২৬ সালে কোথায় গিয়ে দাঁড়াবে সোনার দাম? বিশেষজ্ঞরাই বা কী বলছেন?

সোনার দাম এত বাড়ল কেন?

সোনার দামের এই চড়চড়িয়ে বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল ভূ-রাজনৈতিক উত্তেজনা। যখনই কোনও অর্থনৈতিক সঙ্কট আসে, তখন বিনিয়োগকারীরা অন্য সব বিনিয়োগ তুলে নিয়ে সোনায় বিনিয়োগ করতে থাকেন। কারণ, সোনাকে সেফ হেভেন মনে করা হয়। এ ছাড়াও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও সোনাতেই বিনিয়োগ করে।

আমেরিকার ফেডারেল রিজার্ভের কাছে ইতিমধ্যেই ৮ হাজার ১৩৩ মেট্রিক টন সোনা মজুত রয়েছে বলে যানা যায়। যার বাজার মূল্য আজ ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ কোটি ডলার ছাড়িয়েছে। ফেডারেল রিজার্ভ শুধু নয়, এই সোনা কেনার ট্রেন্ড দেখা যায় বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কেই।

ক্যালেন্ডার বদলালেও গতি অব্যাহত?

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে কী হতে চলেছে? বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের কথা বলছেন। ব্যাঙ্ক অফ আমেরিকার একটা সমীক্ষা বলছে, মাত্র ৫ শতাংশ বিশেষজ্ঞ বলছেন ২০২৬ সালের শেষের দিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পেরিয়ে যাবে ১ লক্ষ ৬০ হাজার টাকা।

এই সমীক্ষাই আবার বলছে, ৩৪ শতাংশ বিশেষজ্ঞ বলছেন, এই সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজারের মধ্যে থাকবে সোনার দাম। বাকিরা মনে করছেন সোনার দাম নামবে ১ লক্ষ ২৫ হাজার টাকার নীচে। কিন্তু ঠিক কতটা নীচে?

২৭ শতাংশ বিশেষজ্ঞ যা পূর্বাভাষ দিয়েছেন, তাতে ইতিমধ্যে যাঁরা বিনিয়োগ করেছেলেছেন তাঁদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ছে বই কমছে না। অন্য দিকে যে সব বিনিয়োগকারী এখনও বিনিয়োগ করেননি তাঁদের হাসিটা বেশ চওড়া হচ্ছে। কেন? কারণ, এই বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম নামবে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকায়।

এটাই কি বিনিয়োগের সঠিক সময়?

আপনার পোর্টফোলিওতে যদি সোনা থাকে, তাহলে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বাজার বিশেষজ্ঞরা এই মুহূর্তে ‘ধীরে চলো নীতি’ নেওয়ারই পরামর্শ দিচ্ছেন। এ ছাড়াও এই মুহূর্তে সোনায় বিনিয়োগের অবস্থা নিয়ে এই চরম অনিশ্চয়তার কারণে বিশেষজ্ঞরা বলছেন, সোনায় এই মুহূর্তে বড় অঙ্ক বিনিয়োগ না করে, এসআইপির মতো করে বিনিয়োগ করতে। আর সেটাই সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে। এ ছাড়াও তাঁরা বলভহেন, পোর্টফোলিওর বৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে মোট পোর্টফোলিওর ১০ শতাংশের বেশি সোনা না রাখাই ভাল।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।