Gold Price Hike: এই ট্রিক মানলেই ৮০ হাজার নয়, ৬০ হাজারে পাবেন সোনার গহনা!
Gold-Silver Price: প্রতিদিনই বাড়ছে সোনার দাম। বুধবারই ১০০০ টাকা বেড়েছিল সোনার দাম। আজ ফের বাড়ল সোনার দর। আপনার যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, কিন্তু বাজেটে টান পড়ে, তবে এই পন্থা অনুসরণ করতে পারেন।
কলকাতা: নতুন বছরে বিয়ের মরশুম আর দিন কয়েক পর থেকেই শুরু। শেষ মুহূর্তের কেনাকাটা চলছে চুটিয়ে। আর এর মধ্যেই বড় ধাক্কা সোনার দামে। প্রতিদিনই বাড়ছে সোনার দাম। বুধবারই ১০০০ টাকা বেড়েছিল সোনার দাম। আজ ফের বাড়ল সোনার দর। আপনার যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, কিন্তু বাজেটে টান পড়ে, তবে ২২ ক্যারেটের বদলে ১৮ ক্যারেটের সোনা কিনতে পারেন। খাঁটিত্বের ফারাক ছাড়া আর কোনও কিছুই নজরে আসবে না। আজকের দর কত জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৩৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছো ৭৩ হাজার ৪১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৩৪ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা বেড়েছে দাম।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮০ হাজার ৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০ হাজার ৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৩৬০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৩ হাজার ৬০০ টাকা। রুপোর দামও একদিনে ১০০ টাকা বেড়েছে।