Bangla NewsBusiness Gold price hiked and silver price remain unchanged on 28th december, 2022
Gold Price Today: গত ছয়দিনে সর্বোচ্চ হল সোনার দাম, বুধবার সোনা-রুপোর দাম কত?
Gold Price Today: গত ছয়দিনে সর্বোচ্চ হল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা।
প্রতীকী ছবি
Follow Us:
প্রতীকী ছবি
বুধবার সকাল ১১ টা অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৩০ টাকা। আর এ দিন অপরিবর্তিত ১ কেজি রুপোর দাম।
আজ সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫,০১৫ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪০,১২০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫০,১৫০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫,০১,৫০০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫,৪৭১ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৪৩,৭৬৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫৪,৭১০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪৭,১০০ টাকা।
এদিন সোনার দাম বাড়লেও রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। বুধবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৭২,৩০০ হাজার টাকা।
এ দিন বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৪০.৫৩ মার্কিন ডলার। আর বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫২.২৩ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও চড়চড়িয়ে বাড়ছে সোনার দর।