Gold Price Today: ধনতেরাসে সোনা কেনেননি? আজ কিনতে পারেন, দামে এসেছে বড় পরিবর্তন
Gold-Silver Rate: মঙ্গলবার সোনার গহনার দোকানগুলিতে ছিল ভিড়। ধুম পড়েছিল সোনা ও রুপোর গহনা কেনার। আজ দিওয়ালী। বাংলা মতে, ভূত চতুর্দশী। এই দিনেও কিন্তু আপনি কিনতে পারেন সোনা বা রুপোর গহনা।
কলকাতা: ধনতেরাস। কুবেরের আরাধনা। বাঙালির উৎসব না হলেও, বিগত কয়েক বছরে এই উৎসবকে আপন করে নিয়েছে বাঙালি। মঙ্গলবার সোনার গহনার দোকানগুলিতে ছিল ভিড়। ধুম পড়েছিল সোনা ও রুপোর গহনা কেনার। আজ দিওয়ালী। বাংলা মতে, ভূত চতুর্দশী। এই দিনেও কিন্তু আপনি কিনতে পারেন সোনা বা রুপোর গহনা। তবে গতকালের তুলনায় আজ সোনার দামে সামান্য পরিবর্তন এসেছে। সোনার দোকানে যাওয়ার আগে তা দেখে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৩৭ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৪৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮০ হাজার ৪৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৮ লক্ষ ৪ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৩৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ৩৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
আজ সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯৯১০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।